ইথিন থেকে ইথানোয়িক এসিড প্রস্তুতি।



 


ইথিন থেকে নিন্মোক্ত উপায় ইথানোয়িক এসিড প্রস্তুত করা যায়।

১. ইথিনের সঙ্গে প্রথমে হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করালে ক্লোরো ইথেন তৈরি হয়।

H₂C = CH₂ + HCl —–> 

CH₃-CH₂Cl

২. ক্লোরো ইথেন কে জলীয় ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে ইথানল প্রস্তুত হয়।

C₂H₅Cl+NaOH(aq) —–> CH₃CH₂OH+NaCl

৩.  ইথানলকে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট (গাঢ় H₂SO₄ + KMnO₄) দ্বারা জারিত করলে  ইথান্যাল উৎপন্ন হয়।



CH₃CH₂OH + [ O ] ——> CH₃CHO

৪. ইথান্যালকে পুনরায় জারিত করলে ইথানয়িক এসিড উৎপন্ন হয়।

CH₃CHO + [ O ] ——-> CH₃COOH

3/5 - (2 votes)