ইউনিভার্সাল ইন্ডিকেটর :  বিভিন্ন এসিড- ক্ষার ইন্ডিকেটর বা নির্দেশকের মিশ্রণকে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে।
pH :  কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের (H+) মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।

 

এসিড বৃষ্টিঃ বৃষ্টির পানিতে SO₂ ; SO₃ ; NO₂; NO₃;CO₂ ইত্যাদি অক্সাইড দ্রবীভূত হয়ে এসিড উৎপন্ন করে। এই অ্যাসিডযুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে।

 

খর পানিঃ  যে পানিতে Ca, Mg, Fe এর ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাই কার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকে এবং সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। সে পানিকে খর পানি বলে।

Rate this post