উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়?

যে বিক্রিয়ার একই সাথে সামনের দিকে ও পিছনের দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। 

উভমুখী বিক্রিয়া একটি অসম্পূর্ণ বিক্রিয়া। কারণ উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ উভয় থাকে।

 

উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায় তা নিম্নরূপঃ

১. কোন উভমুখী বিক্রিয়া হতে উৎপাদ সমূহকে ক্রমাগত অপসারণ করলে বিক্রিয়াটি আর পেছনের দিকে অগ্রসর হতে পারে না। 
অর্থাৎ বিক্রিয়াটি একমুখী হয়।

২. উভমুখী বিক্রিয়ায় একটি উৎপাদ যদি অধঃক্ষিপ্ত হয় তবে বিক্রিয়াটি একমুখী হয়।

৩. খোলা পাত্রে উভমুখী বিক্রিয়া সংঘটিত হলে এবং উৎপাদ গ্যাসীয় হলে বিক্রিয়াটি একমুখী হয়।

এভাবে কোন উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়।
5/5 - (1 vote)