ভারতে পেট্রো-রসায়ন শিল্পের সমস্যা :

  • শিল্প স্থাপনের প্রাথমিক ব্যয় বেশি বলে প্রচুর মূলধনের প্রয়ােজন হয়, তাই এই শিল্পের প্রয়ােজনীয় সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না।


  • এই শিল্পে ক্রম পরিবর্তনশীল প্রযুক্তির প্রয়ােজন হয়। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশ থেকে উচ্চ মূল্যে সেই প্রযুক্তি সংগ্রহ করতে হয়।


  • ভারতে পেট্রোপণ্যের ওপর শুল্ক অন্যান্য অনেক দেশের চেয়ে বেশি।


  • রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে খনিজ তেলের মূল্য বৃদ্ধি এই শিল্পের উৎপাদন খরচ বৃদ্ধি করছে।


  • খনিজ তেলজাত অধিকাংশ দ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা বিয়ােজিত না হওয়ায় (Non-biodegradable) খনিজ তেলজাত বর্জ্য পরিবেশগত সমস্যার সৃষ্টি করে, যা পেট্রোরাসায়নিক শিল্পের অন্যতম সমস্যা।


ভারতে পেট্রো-রসায়ন শিল্পের সম্ভাবনা :


  • রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি দ্রব্যসহ প্রায় 600-এর বেশি পণ্য এই শিল্প থেকে উৎপন্ন করা যায়। তাই সমৃদ্ধ ভারতে এই শিল্প থেকে উৎপন্ন দ্রব্যসমূহের বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে।


  • মূলধনের সমস্যা সমাধানে অনাবাসী ভারতীয় শিল্পদ্যোগী এবং বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শিল্প কারখানা গড়ে তােলা যেতে পারে, এই প্রয়াস শুরু হয়েছে।


  • বহু অনুসারী শিল্পের বিকাশ হয় বলে এই শিল্পে আঞ্চলিক উন্নয়ন ঘটে ও কর্মসংস্থানের সুযােগ বৃদ্ধি পায়।


আমেরিকা যুক্তরাষ্ট্রের মােটরগাড়ি নির্মাণ শিল্প সম্বন্ধে আলােচনা করাে।

ইঞ্জিনিয়ারিং শিল্প সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে।

পূর্ব ও পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কী? পেট্রোরসায়ন শিল্পজাত পণ্যের বিশ্ববাণিজ্য সংক্ষেপে লেখাে।

Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)

Rate this post