ধাতব পরমাণু গুলি এদের সর্ববহিঃস্থ শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধাতব স্ফটিক পাশাপাশি অবস্থান করে। 

ধাতুসমূহ যে ইলেকট্রন ত্যাগ করে তা সেই ইলেকট্রনগুলি ধাতব স্ফটিকের মধ্যবর্তী ফাঁকা স্থানে মুক্তভাবে চলাচল করে। 

একে সঞ্চারণশীল ইলেকট্রন বলে। সঞ্চারণশীল ইলেকট্রনগুলি কোন ধাতব পরমাণুর সাথে নির্দিষ্টভাবে যুক্ত থাকে না। এই সঞ্চারণশীল ইলেকট্রন যেহেতু সমস্ত ধাতব স্ফটিকের উপর মুক্তভাবে চলাচল করে। 

কাজেই এই সঞ্চারণশীল ইলেকট্রনের জন্য ধাতুসমূহ তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয়।

Rate this post