জিংক ক্লোরাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে প্রথমে Zn(OH)₂ এর সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়। পরে অতিরিক্ত NaOH চালনা করলে অধঃক্ষেপ দ্রবীভূত হয় সোডিয়াম জিংকেট (Na₂ZnO₂) এর দ্রবণ উৎপন্ন করে।

ZnCl₂+2NaOH —-> Zn(OH)₂ + 2NaCl

Zn(OH)₂ + 2NaOH —–> Na₂ZnO₂ + 2H₂O