প্রশ্নঃ Sanctions (অনুশাসন) সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর।

অথবা, Sanctions (অনুশাসন) সম্পর্কে সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপুর্ণ আলােচ্য বিষয় হলাে পাল্টাসংস্কৃতি, আদর্শ ও অনুশাসন। এগুলাে মূলত সংস্কৃতির অংশবিশেষ। নিম্নে পাল্টা সংস্কৃতি, আদর্শ ও অনুশাসন সম্পর্কে আলােচনা করা হলাে-

অনুশাসনঃ অনুশাসন হচ্ছে সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ। অনুশাসনের বৈশিষ্ট্যগুলাে হলাে-

(১) এটি এক প্রকার অবস্তুগত সংস্কৃতি।

(২) অনুশাসন ছাড়া সমাজ চালিত হতে পারে না।

(৩) আদর্শ ও মূল্যবােধের সমন্বয়ে অনুশাসন তৈরি হয়।

(৪) অনুশাসন লিখিত বা অলিখিত হতে পারে।

(৫) অনুশাসন না মানা হচ্ছে আদর্শগত বিচ্যুতি।

উপযুক্ত আলােচনা প্রেক্ষিতে বলা যায় যে, সমাজে আদর্শ ও অনুশাসন অনেক গুরুত্বপূর্ণ। এগুলাে ছাড়া একটি সমাজ বিচ্যুত হতে বাধ্য। পাল্টাসংস্কৃতিকে অনেক সমাজে নেতিবাচক বিবেচনা করা হলেও সমাজে এর যথেষ্ট তাৎপর্য রয়েছে। পাল্টা সংস্কৃতি না থাকলে অনেক সময় প্রচলিত সমাজব্যবস্থা গোড়মীর দিকে এগিয়ে চলে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, অনুশাসন (Sanctions) হচ্ছে একটি সমাজের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলাে ছাড়া সমাজ স্থিতিশীল থাকতে পারে না। আবার ইতিবাচকভাবে গতিশীলও হতে পারে না। অর্থাৎ এগুলাে সমাজে গুরুত্বপূর্ণ অংশ এবং সকল সমাজেই এগুলাের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সমাজকে টিকিয়ে রাখতেই আদর্শ ও অনুশাসনের কোনাে বিকল্প নেই। পাল্টা সংস্কৃতি অন্যদিক থেকে হলাে প্রচলিত সংস্কৃতির প্রতিবাদস্বরূপ, যা সকল সমাজেই খুঁজে পাওয়া যায়।