Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Ask A Question

Please type your username.

Please type your E-Mail.

Please choose an appropriate title for the question so it can be answered easily.

Please choose the appropriate section so the question can be searched easily.

Please choose suitable Keywords Ex: question, poll.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

What's your question?
  1. উত্তরঃ মোস্তফা মনোয়ার। ব্যাখ্যাঃ মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢRead more

    উত্তরঃ মোস্তফা মনোয়ার

    ব্যাখ্যাঃ মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

    See less
  2. উত্তরঃ ১৯৮৬ সালে। ব্যাখ্যাঃ বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।।

    উত্তরঃ ১৯৮৬ সালে

    ব্যাখ্যাঃ বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।

    See less
  3. উত্তরঃ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। ব্যাখ্যাঃ বাংলাদেশ - চীন মৈত্রী সেতু ১. অন্য নাম ... বুড়িগঙ্গা সেতু হল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি বাংলাদেশ ও চীন যৌথ ভবে তৈরি করেছে। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপাজেলাকে যুক্ত করRead more

    উত্তরঃ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা

    ব্যাখ্যাঃ

    বাংলাদেশ – চীন মৈত্রী সেতু ১. অন্য নাম … বুড়িগঙ্গা সেতু হল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি বাংলাদেশ ও চীন যৌথ ভবে তৈরি করেছে। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপাজেলাকে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শবর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। এই সেতু ঢাকা – খুলনা মহাসড়কে যুক্ত করেছে।

    চীন – বাংলাদেশ মৈত্রী সেতু – ১ নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা

    See less
  4. উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনভূমি। ব্যাখ্যাঃ শালবন এক ধরনের বনভূমি যেখানে শালগাছ Shorea robusta মুখ্য উদ্ভিদ প্রজাতি। বনের শ্রেণীবিন্যাসে শালবনকে গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পত্রঝরা বনাঞ্চলের (Tropical Moist Deciduous Forest) অন্তর্ভুক্ত করা হয়। ভূ - প্রকৃতি, ভূতাত্ত্বিক গঠন, জলবায়ু এবং মৃত্তিকার ধরন শালRead more

    উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনভূমি

    ব্যাখ্যাঃ শালবন এক ধরনের বনভূমি যেখানে শালগাছ Shorea robusta মুখ্য উদ্ভিদ প্রজাতি। বনের শ্রেণীবিন্যাসে শালবনকে গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পত্রঝরা বনাঞ্চলের (Tropical Moist Deciduous Forest) অন্তর্ভুক্ত করা হয়। ভূ – প্রকৃতি, ভূতাত্ত্বিক গঠন, জলবায়ু এবং মৃত্তিকার ধরন শালবনের বিস্তৃতি নিয়ন্ত্রণ করে। শালবন প্রধানত দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব এশিয়ায় হিমালয়ের পাদদেশব্যাপী আসাম থেকে পাঞ্জাব পর্যন্ত এবং মধ্য ভারতের কয়েকটি জেলাসহ পশ্চিমবঙ্গের পাহাড়িয়া এলাকায় বিস্তৃত। কেবল ভারতেই এই শ্রেণীর বনভূমি প্রায় ১৩০ লক্ষ হেক্টর জায়গা দখল করে আছে। বাংলাদেশ এবং নেপালে রয়েছে মোট ১০ লক্ষ হেক্টরের বেশি স্থান জুড়ে এ ধরনের বনভূমি।

    বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১, ২১, ০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ। মোটামুটি ব্যাপক হলেও শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইলের শালবন এলাকা সবচেয়ে বড়, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মাঝে উত্তর – দক্ষিণে বিস্তৃত এ বনভূমির দৈর্ঘ্য প্রায় ৯৬ কিমি এবং চওড়া ৮ থেকে ২৪ কিমি। ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত। এছাড়া কুমিল্লা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং রাজশাহী জেলাতেও বিক্ষিপ্তভাবে শালবন বিদ্যমান।

    See less
  5. তাজউদ্দীন আহমদ প্রথম বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন।

    তাজউদ্দীন আহমদ প্রথম বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন।

    See less
  6. উত্তরঃ ১৪ ডিসেম্বর। ব্যাখ্যাঃ তাজউদ্দীন আহমদ প্রথম বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন।।

    উত্তরঃ ১৪ ডিসেম্বর

    ব্যাখ্যাঃ তাজউদ্দীন আহমদ প্রথম বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন।

    See less
  7. উত্তরঃ সংবাদ সংস্থার নাম। ব্যাখ্যাঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) - এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তরRead more

    উত্তরঃ সংবাদ সংস্থার নাম

    ব্যাখ্যাঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) – এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।

    See less
  8. উত্তরঃ যশোর। ব্যাখ্যাঃ তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না৷ তাই তুলাচাষের জন্য উপযুক্ত হচেছ উঁচু জমি যেখানে বন্যা বা বৃষ্টির পানি ৬ - ৮ ঘন্টার বেশী জমে থাকে না৷ গাছের শিকড় বিস্তৃতিতে সুবিধাযুক্ত উত্তম নিষ্কাশিত মাটি তুলাচাষের উপযোগী৷ তুলাচাষের জন্য উৎকৃষ্ট হচেছ - বেলে দো - আঁশ ও দো - আঁশ প্Read more

    উত্তরঃ যশোর

    ব্যাখ্যাঃ তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না৷ তাই তুলাচাষের জন্য উপযুক্ত হচেছ উঁচু জমি যেখানে বন্যা বা বৃষ্টির পানি ৬ – ৮ ঘন্টার বেশী জমে থাকে না৷ গাছের শিকড় বিস্তৃতিতে সুবিধাযুক্ত উত্তম নিষ্কাশিত মাটি তুলাচাষের উপযোগী৷ তুলাচাষের জন্য উৎকৃষ্ট হচেছ – বেলে দো – আঁশ ও দো – আঁশ প্রকৃতির মাটি৷ এছাড়াও, এটেল দো – আঁশ ও পলিযুক্ত এটেল দো – আঁশ মাটিতে তুলাচাষ করা যায়৷ অতি অম্ৱ বা অতি ক্ষার উভয় প্রকার মাটি তুলাচাষের জন্য অনুপোযোগী৷ তুলাচাষের জন্য মাটির ‘পি এইচ’ মান ৬ – ৭.৫ থাকা ভালো৷ মাঝারি লবণাক্ততা (৮ ডিএস/মিটার) সম্পন্ন উঁচু জমিতেও তুলাচাষ করা যায়৷ ছায়াযুক্ত স্যাঁত স্যাঁতে জমি তুলাচাষের জন্য পরিহার করতে হবে৷

    See less
  9. উত্তরঃ মেঘনা। ব্যাখ্যাঃ মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী এবং পৃথিবীর বৃহৎ নদীগুলোর অন্যতম। মেঘনা হিমালয় বলয় বহির্ভূত (Non - Himalayan) নদী। সুরমা নদী আজমিরীগঞ্জের ভাটি থেকেই কোন কোন ক্ষেত্রে মেঘনা নামে পরিচিত।।

    উত্তরঃ মেঘনা

    ব্যাখ্যাঃ মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী এবং পৃথিবীর বৃহৎ নদীগুলোর অন্যতম। মেঘনা হিমালয় বলয় বহির্ভূত (Non – Himalayan) নদী। সুরমা নদী আজমিরীগঞ্জের ভাটি থেকেই কোন কোন ক্ষেত্রে মেঘনা নামে পরিচিত।

    See less
  10. উত্তরঃ ১০ : ৬। ব্যাখ্যাঃ ১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারে - কামরুল হাসান। ২. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত - ১০:৬ বা ৫:৩ । ৩. জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ - পতাকার ৪ ভাগের ১ অংশ। ৪. আমাদের জাতীয় পতাকার রূপকার - চিত্রশিল্পী কামরুল হাসান।

    উত্তরঃ ১০ : ৬

    ব্যাখ্যাঃ

    ১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারে – কামরুল হাসান।

    ২. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত – ১০:৬ বা ৫:৩ ।

    ৩. জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ – পতাকার ৪ ভাগের ১ অংশ।

    ৪. আমাদের জাতীয় পতাকার রূপকার – চিত্রশিল্পী কামরুল হাসান।

    See less

Latest News & Updates

  1. উত্তর: ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি অনুবাদক মিসেস মিল ফোর্ড । অনূদিত কাব্যটির নামঃ  'The Field of the Embrodered Quilt'.

    উত্তর: ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি অনুবাদক মিসেস মিল ফোর্ড ।

    অনূদিত কাব্যটির নামঃ  ‘The Field of the Embrodered Quilt’.

    See less
  2. উত্তর: কবি জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের প্রশংসা করেছেনঃ অবনীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর।

    উত্তর: কবি জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের প্রশংসা করেছেনঃ

    অবনীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর।

    See less
  3. উত্তরঃ কল্লোল পত্রিকা । কবি জসিমউদ্দিনের 'কবর' কবিতাটি কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় । পল্লীকবি জসীমউদদীনের 'কবর' কবিতাটি ১৯২৩ সালে কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। কালি - কলম (মাসিক) ১৯২৬ সালে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন শৈলজাRead more

    উত্তরঃ কল্লোল পত্রিকা ।

    কবি জসিমউদ্দিনের ‘কবর’ কবিতাটি কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ।

    পল্লীকবি জসীমউদদীনের ‘কবর’ কবিতাটি ১৯২৩ সালে কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। কালি – কলম (মাসিক) ১৯২৬ সালে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। ধুমকেতু ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। তত্ত্ববােধিনী ১৮৪৩ সালে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত।

     

     

    See less
Explore Our Blog