Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Ask A Question

Please type your username.

Please type your E-Mail.

Please choose an appropriate title for the question so it can be answered easily.

Please choose the appropriate section so the question can be searched easily.

Please choose suitable Keywords Ex: question, poll.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

প্রতিরক্ষা বাহিনী

Share
Followers
42 Answers
78 Questions
  1. উত্তর : বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ হচ্ছে ৩ জন , এদের নাম হচ্ছে : সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

    উত্তর : বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ হচ্ছে ৩ জন ,

    এদের নাম হচ্ছে :

    1. সিপাহী মোস্তফা কামাল,
    2. সিপাহী হামিদুর রহমান এবং
    3. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
    See less
  2. উত্তর : জেনারেল আতাউল গনি ওসমানীর। বাংলাদেশের প্রথম সেনা প্রধানের নাম জেনারেল আতাউল গনি ওসমানীর।

    উত্তর : জেনারেল আতাউল গনি ওসমানীর।

    বাংলাদেশের প্রথম সেনা প্রধানের নাম জেনারেল আতাউল গনি ওসমানীর।

    See less
  3. উত্তর : সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগানঃ সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।

    উত্তর : সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।

    বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগানঃ সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।

    See less
  4. উত্তর : কুর্মিটোলায়। বাংলাদেশ সামরিক দপ্তর ঢাকার কুর্মিটোলায় অবস্থিত।

    উত্তর : কুর্মিটোলায়।

    বাংলাদেশ সামরিক দপ্তর ঢাকার কুর্মিটোলায় অবস্থিত।

    See less
  5. উত্তর : ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

    উত্তর : ঢাকা।

    বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

    See less
  6. উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

    উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

    বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

    See less
  7. উত্তরঃ ১২ জুলাই ১৯৭১ । বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় ১২ জুলাই ১৯৭১ ।

    উত্তরঃ ১২ জুলাই ১৯৭১ ।

    বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় ১২ জুলাই ১৯৭১ ।

    See less
  8. বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম প্রথম ধাপঃ- প্রাথমিক মেডিকেল। দ্বিতীয় ধাপঃ- চুড়ান্ত মেডিকেল। তৃতীয় ধাপঃ- লিখিত পরীক্ষা। চতুর্থ ধাপঃ- শারিরীক সক্ষমতা। পঞ্চম ধাপঃ ভাইবা। কোন গ্রুট থেকে কতো পয়েন্ট পাবে science বিভাগে ১০ পয়েন্ট থেকে ১০ পয়েন্ট পাবে। মানবিক বিভাগে ১০ পয়েন্ট থেকে ৯ পয়েন্ট পাবে। দাখিল/টেRead more

    বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম

    1. প্রথম ধাপঃ- প্রাথমিক মেডিকেল।
    2. দ্বিতীয় ধাপঃ- চুড়ান্ত মেডিকেল।
    3. তৃতীয় ধাপঃ- লিখিত পরীক্ষা।
    4. চতুর্থ ধাপঃ- শারিরীক সক্ষমতা।
    5. পঞ্চম ধাপঃ ভাইবা।

    কোন গ্রুট থেকে কতো পয়েন্ট পাবে

    • science বিভাগে ১০ পয়েন্ট থেকে ১০ পয়েন্ট পাবে।
    • মানবিক বিভাগে ১০ পয়েন্ট থেকে ৯ পয়েন্ট পাবে।
    • দাখিল/টেকনিক্যাল/ ভোকেশনাল থেকে ৮ পাবে।

    প্রাথমিক মেডিকেলে যা যা হবে

    • উচ্চতা পরিক্ষা
    • ওজন মাপা
    • বুকের মাপ
    • দাতঁ গণনা
    • নাক পরিক্ষা
    • চুখ পরিক্ষা
    • কালার বাইন্ড
    • হাত, পা পরিক্ষা
    • কান পরিক্ষা। ইত্যাদি
    প্রাথমিক মেডিকেলে যে যে সমস্যা থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে তা হলো-
    • প্রেমিকার জন্য হাত কেটে পেলার দাগ থাকলে
    • মাপ,ওজন ও হাত, পা ঠিক থাকতে হবে। মাপে উচ্চতা কম,ওজন কম বা বেশি ও হাত, পা ভাঙ্গা থাকলে হবে নাহ।
    • পা ও পায়ের পাতা -পা ভাঙ্গা ও পায়ের পাতা সমান থাকলে হবে না
    • হাত ও পায়ের নক ভাঙ্গা বা পচা থাকলে হবে না
    • নাক, কান, গলা,দাতঁ, চুল – নাকে পলিপাচ,কানের পদ্যা ছেড়া বা কাটা, গলায় টনছিল,দাতঁ হাঁকা বাঁকা ও চুল পাকা থাকলে হবে না।
    • চুখ- চুখের স্বাভাবিক দৃষ্টি ৬/৬ না থাকলে হবে না।

    চুরান্ত মেডিকেলে যা যা পরিক্ষা হবে

    • পুরুষাঙ্গ পরিক্ষা
    • বীর্যথলি পরিক্ষা
    • পায়খানার রাস্তার পরিক্ষা। ইত্যাদি
    চুরান্ত মেডিকেলে যা যা কারনে প্রার্থী বাদ পরতে পারে তা হলো-
    • প্রশ্রাবের রাস্তায় সমস্যা থাকলে
    • পুরুষ লিঙ্গ বাকা থাকলে
    • বীর্যডিম্ব ২ টা সমান না থাকলে
    • পাইলস থাকলে
    • হার্নিয়া থাকলে।ইত্যাদি

    এবার আসা যাক লিখিত পরিক্ষায় কি কি থাকতে পারে

    বাংলা –
    • ভাবসম্প্রসারন অথবা রচনা
    • সন্ধি বিচ্ছেদ
    • বাগধারা
    • এক কথায় প্রকাশ। ইত্যাদি
    ইংরেজী
    • Noun identify
    • verb identify
    • Preposition
    • Fill in the gaps
    • Translate. etc
    গনিত-
    • ত্রিভুজ সম্পর্কিত কিছু প্রশ্ন
    • উৎপাদক বিশ্লেষণ ১০০% বুদ্ধিমওা ও নিজের ব্রেইন থেকে বুঝে বুঝে দিতে হবে।ইত্যাদি
    সাধারণ জ্ঞান –
    • Short question

    শারীরিক সক্ষমতা যা যা করানো হয়

    • ৪০০ মিটার দৌড় ১ মিনিট ৩০ সেকেন্ডে
    • পুশ আপ ২০ থেকে ২৫ টা
    • সিট আপ ৩০ থেকে ৪০ টা
    • বিম ৫ থেকে ৭ টা

    ভাইবা

    • নিজের সম্পর্কে ও কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করবে।
    • সবগুলার উওর দিতে হবে।
    সতর্কতা কারো সাথে উলটা-পালটা কথা বলা যাবে না,
    উল্টা-পালটা কথা বললে তাদের চুখে দরা পড়লে আপনি উত্তির্ণ হলে ও আপনাকে বাদ দিয়ে দিতে পারে।
    সবাইকে ধন্যবাদ
    See less
  9. লিখিত পরিক্ষায় কি কি থাকতে পারে বাংলা – ভাবসম্প্রসারন অথবা রচনা সন্ধি বিচ্ছেদ বাগধারা এক কথায় প্রকাশ। ইত্যাদি ইংরেজী– Noun identify verb identify Preposition Fill in the gaps Translate, etc. গনিত- ত্রিভুজ সম্পর্কিত কিছু প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ ১০০% বুদ্ধিমওা ও নিজের ব্রেইন থেকে বুঝে বুঝে দিতে হবে।ইত্Read more

    লিখিত পরিক্ষায় কি কি থাকতে পারে

    বাংলা –
    • ভাবসম্প্রসারন অথবা রচনা
    • সন্ধি বিচ্ছেদ
    • বাগধারা
    • এক কথায় প্রকাশ। ইত্যাদি
    ইংরেজী
    • Noun identify
    • verb identify
    • Preposition
    • Fill in the gaps
    • Translate, etc.
    গনিত-
    • ত্রিভুজ সম্পর্কিত কিছু প্রশ্ন
    • উৎপাদক বিশ্লেষণ ১০০% বুদ্ধিমওা ও নিজের ব্রেইন থেকে বুঝে বুঝে দিতে হবে।ইত্যাদি
    সাধারণ জ্ঞান –
    • Short question
    See less
  10. সেনাবাহিনীর সৈনিক পদে মৌখিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্নঃ- (১) ও উত্তর, (নিয়মিত আমার পোষ্ট পড়তে চোখ রাখুন আমাদের গ্রুপে) প্রার্থী : আসসালামু আলাইকুম। সভাপতি : ওয়ালাইকুমুস - সালাম, বসুন। ১. আপনার নাম কাজী মারুফ ? উত্তর : জ্বী, স্যার। ২.আপনার নামের কী কোন বিশিষ্ট ব্যক্তি আছেন? উত্তরঃ ৩, এসএসসিতে আপনারRead more

    সেনাবাহিনীর সৈনিক পদে মৌখিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্নঃ-
    (১) ও উত্তর,
    (নিয়মিত আমার পোষ্ট পড়তে চোখ রাখুন আমাদের গ্রুপে)
    প্রার্থী : আসসালামু আলাইকুম।
    সভাপতি : ওয়ালাইকুমুস – সালাম, বসুন।
    ১. আপনার নাম কাজী মারুফ ?
    উত্তর : জ্বী, স্যার।
    ২.আপনার নামের কী কোন বিশিষ্ট ব্যক্তি আছেন?
    উত্তরঃ
    ৩, এসএসসিতে আপনার কোন গ্রুপ ছিল?
    উত্তর : মানবিক গ্রুপ।
    ৪. আপনিতাে ২০১৯ সালে এসএসসি পাস করেছেন। কোথায় ভর্তি হয়েছেন।
    উত্তর : জ্বী জনাব। সিটি কলেজ, ঢাকা
    ৫. পড়ালেখা ছেড়ে আপনি সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন?
    উত্তর : আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে। তাই আমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী। তাছাড়া দেশের সেনাবাহিনীতে যােগদান করে। দেশ সেবা করার যথেষ্ট সুযােগ থাকায় আমি সেনাবাহিনীতে যােগদান করতে ইচ্ছুক।
    ৬. বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে?
    উত্তর : ২৫ মার্চ ২০০৭ সালে।
    ৭. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয়?
    উত্তর : ১৭৯৩ সালে।
    ৮. শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
    উত্তর : ১৪ই ডিসেম্বর।
    ৯. বাংলাদেশের জাতীয় প্রতীক কী?
    উত্তর : উভয়পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।
    ১০. কবে বর্ডার গার্ড বাংলাদেশ বিডিআর(বিজিবি) নামে যাত্রা শুরু করে?
    উত্তর : ২৩ জানুয়ারি ২০১১।
    ১১. বাংলাদেশের নতুন চারটি বীরত্ব খেতাব (বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয়) কবে ঘােষণা করা হয়?
    উত্তর : ২৮ নভেম্বর ২০১১।
    ১২. বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কী? উত্তর : জেনারেল আজিজ আহমেদ (২৫ জুন ২০১৮)।
    ১৩. বাংলাদেশে প্রথমবারের মতাে কবে একযােগে সেনাবাহিনীতে ৮৭৯ জন নারী সৈনিক অন্তর্ভুক্ত হয়?
    উত্তর : ২৯ জানুয়ারি ২০১৫।
    ১৪, বাংলাদেশ সেনাবাহিনীর (১২ ফেব্রুয়ারি ২০১৩) প্রথম নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) কে?উত্তর : ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
    ১৫. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
    উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক, শ্রীলঙ্কা।
    ১৬. ২৩ মার্চ ২০১৪ কোন বাহিনীর নিজস্ব র্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়?
    উত্তর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    ১৭. সেনাবাহিনীর প্রথম দুই নারী বৈমানিকের নাম কী?
    উত্তর : মেজর নাজিয়া নুসরাত হােসেন ও মেজর শাহরীনা বিনতে আনােয়ার (২৬ এপ্রিল ২০১৬)।
    ১৮. ৭ম টি-২০ মহিলা এশিয়া কাপ-২০১৮ এ কোন দল রানার আপ হয়?
    উত্তর : ইন্ডিয়া।
    ১৯, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এর ক্যাম্পাস কোথায় অবস্থিত?
    উত্তর : মিরপুর সেনানিবাস।
    ২০. ২০১৮ সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘােষণা করা হয় না?
    উত্তর : সাহিত্য।
    সভাপতি : আপনি এখন আশতে পারেন.
    প্রার্থী : জ্বী, স্যার, আসসালামু আলাইকুম।
    See less