আইন
Share
Sign up to join our community!
Please sign in to your account!
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কি কি মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা হয়। তবে, বিভিন্ন ধরনের ত্রুটির জন্য অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। এর মধ্যে অন্যতম প্রধান কারণ- ফৌজদারি মামলা। এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিলের অন্যান্য কারণ ও বাতিল হলে কি করণীয় সে বিষয়ে সম্যক ধারণা থাকা দরকার। যেসব কারণে বাতিল হয়Read more
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা হয়। তবে, বিভিন্ন ধরনের ত্রুটির জন্য অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। এর মধ্যে অন্যতম প্রধান কারণ- ফৌজদারি মামলা। এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিলের অন্যান্য কারণ ও বাতিল হলে কি করণীয় সে বিষয়ে সম্যক ধারণা থাকা দরকার।
যেসব কারণে বাতিল হয় পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন
১. আবেদনকারীর বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা থাকলে।
২. অনলাইনে আবেদন করার ক্ষেত্রে Personal Information-এ কোনো ধরনের ভুল থাকলে।
৩. আবেদনের ক্ষেত্রে ঠিকানায় কোন ধরনের ভুল থাকলে।
৪. ডকুমেন্ট অবশ্যই JPG/PNG/GIF/PDF ফরম্যাটে আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ 200KB। ডকুমেন্টস যথাসম্ভব A4 সাইজে রাখতে হবে। ছবির সাইজ হবে 150KB ও 300/300 পিক্সেল। এক্ষেত্রে ব্যত্যয় চলবে না।
৫. পাসপোর্টের তথ্য সম্বলিত প্রথম পাতা ১ম শ্রেণির একজন গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে আপলোড করতে হবে। তা না হলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হয়ে যাবে।
৬. সত্যায়িত পাসপোর্ট কপি আপলোড করার পাশাপাশি পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ ও ঠিকানা সঠিকভাবে ইনপুট না দিলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হবে।
৭. দেশের বাইরে অবস্থান করলে সেক্ষেত্রে আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের মাধ্যমে পাসপোর্টের তথ্য পাতার কপি সত্যায়িত করে আপলোড করতে হবে। না হলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য করা আবেদন বাতিল হয়ে যাবে।
উদাহরণস্বরূপ- আপনার পাসপোর্টে ঠিকানা দেয়া ‘ক’ এলাকার কিন্তু বর্তমানে ‘খ’ এলাকায় বসবাস করছেন। সেক্ষেত্রে ‘খ’ এলাকা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে ‘খ’ এলাকার কাউন্সিলর/মেয়র/চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে।
৮. অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে চালান জমা দেওয়া যায়। অনলাইনে চালান জমা দেওয়ার পর চালানের ফর্ম ডাউনলোড করে আবেদনের সময় আপলোড করতে হবে। তা না করলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হবে।
৯. চালানের বিস্তারিত তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হয়। যেমন- চালান নম্বর ও চালানের তারিখ ইত্যাদি সঠিকভাবে ইনপুট দিতে হবে। সর্বোচ্চ 300 KB সাইজের মধ্যে চালানের ফর্ম PNG/JPEG/GIF/PDF ফরম্যাটে আপলোড করতে হবে।
১০. আবেদনে যে ঠিকানা উল্লেখ করেছেন সেখানে আপনাকে খুঁজে পাওয়া না গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হয়ে যাবে।
উল্লেখিত কারণে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হতে পারে। সেজন্য সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে প্রদান করে আবেদন করলে আবেদনটি বাতিল হবে না। তথ্য ইনপুট দেওয়ার আগে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের ওয়েব পেইজটি কয়েকবার পড়ে ভালোভাবে বুঝে নিতে হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হলে করণীয়-
পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কোনো কারণে বাতিল হলে আবেদন এডিট বা সংশোধন করে পুনরায় সাবমিট করার সুযোগ নেই। নতুন করে করতে হবে আবেদন। তবে পুনরায় আবেদন করার জন্য অবশ্যই পূর্বের ভুলগুলো ভালো করে বুঝে নিতে হবে।
See less৩০২ ধারার শাস্তি কি?
দন্ডবিধি ধারা ৩০২ খুনের শাস্তি যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হইবে এবং তদুপরি অর্থদন্ডে দন্ডনীয় হইবে। দন্ডবিধি ধারা ৩০৪ খুন বলিয়া গণ্য নহে এইরূপ দন্ডার্হ নরহত্যার শাস্তি যে ব্যক্তি খুন বলিয়া গণ্য নহে এইরুপ দন্ডার্হ নরহত্যা অনুষ্ঠান করে, সেই ব্যক্তি যে কার্যেRead more
এই নির্বাচনের ডিক্রিড এর সর্বোত্তম অর্থ কি
কর্তৃত্বের একজনের দেওয়া আদেশ বা সিদ্ধান্ত । ডিক্রি 2 এর 2টি ক্রিয়া। আদেশ ডিক্রি করা : ডিক্রি দ্বারা আদেশ বা আদেশ করা।
কর্তৃত্বের একজনের দেওয়া আদেশ বা সিদ্ধান্ত । ডিক্রি 2 এর 2টি ক্রিয়া। আদেশ ডিক্রি করা : ডিক্রি দ্বারা আদেশ বা আদেশ করা।
See lessটেক্সাসে বিবাহবিচ্ছেদে স্ত্রীর অধিকার কি
টেক্সাসে, প্রতিটি পত্নী সম্প্রদায়ের সম্পত্তির একটি ন্যায়সঙ্গত ভাগ পাওয়ার অধিকারী৷ এর মধ্যে পত্নী উভয়ের দ্বারা অর্জিত আয়, সেইসাথে সেই আয় ব্যবহার করে কেনা যেকোন সম্পদ অন্তর্ভুক্ত।
টেক্সাসে, প্রতিটি পত্নী সম্প্রদায়ের সম্পত্তির একটি ন্যায়সঙ্গত ভাগ পাওয়ার অধিকারী৷ এর মধ্যে পত্নী উভয়ের দ্বারা অর্জিত আয়, সেইসাথে সেই আয় ব্যবহার করে কেনা যেকোন সম্পদ অন্তর্ভুক্ত।
See lessহাইকোর্টে কি সরাসরি মামলা করা যায়?
সাধারণত যেকোন বিষয়ে হোক সেটা দেওয়ানী অথবা ফৌজদারী মামলা হাইকোর্টের অধিন্যস্ত দেওয়ানী/ফৌজদারী আদালতে করা হয় শুধু মাত্র কিছু মামলা আছে যেগুলোতে সরাসরি হাইকোর্টে যেতে হয়। যেমন, কোম্পানী সংক্রান্ত মামলা, খ্রিস্টান বিবাহ সংক্রান্ত মামলা, কপি রাইট মামলা, এডমিরালটি বা সমুদ্রগামী জাহাজ সংক্রান্ত মামলা।
সাধারণত যেকোন বিষয়ে হোক সেটা দেওয়ানী অথবা ফৌজদারী মামলা হাইকোর্টের অধিন্যস্ত দেওয়ানী/ফৌজদারী আদালতে করা হয় শুধু মাত্র কিছু মামলা আছে যেগুলোতে সরাসরি হাইকোর্টে যেতে হয়। যেমন, কোম্পানী সংক্রান্ত মামলা, খ্রিস্টান বিবাহ সংক্রান্ত মামলা, কপি রাইট মামলা, এডমিরালটি বা সমুদ্রগামী জাহাজ সংক্রান্ত মামলা।
See lessচূড়ান্ত ডিক্রি একাধিক হতে পারে কি
There can be more than one final decree . একটি ডিক্রি আংশিকভাবে প্রাথমিক এবং সমতুল্য হতে পারে... কমিশনার তারপরে একটি প্রতিবেদন প্রস্তুত করবেন এবং স্বাক্ষর করবেন বা কমিশনাররা (যেখানে কমিশন একাধিক ব্যক্তিকে জারি করা হয়েছিল এবং তারা একমত হতে পারে না) নিয়োগের জন্য পৃথক প্রতিবেদন প্রস্তুত এবং স্বাক্ষরRead more
There can be more than one final decree . একটি ডিক্রি আংশিকভাবে প্রাথমিক এবং সমতুল্য হতে পারে… কমিশনার তারপরে একটি প্রতিবেদন প্রস্তুত করবেন এবং স্বাক্ষর করবেন বা কমিশনাররা (যেখানে কমিশন একাধিক ব্যক্তিকে জারি করা হয়েছিল এবং তারা একমত হতে পারে না) নিয়োগের জন্য পৃথক প্রতিবেদন প্রস্তুত এবং স্বাক্ষর করবেন।
See lessমামলা কি?
মামলা করা মানে হচ্ছে কোন ঘটনার আইনি বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করা। মামলার কয়েকটি প্রকার রয়েছে। যেমন ফৌজদারি ও দেওয়ানী মামলা। ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস থানায় অথবা আদালতে- উভয় স্থানে দায়ের করা যায়।
মামলা করা মানে হচ্ছে কোন ঘটনার আইনি বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করা। মামলার কয়েকটি প্রকার রয়েছে। যেমন ফৌজদারি ও দেওয়ানী মামলা। ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস থানায় অথবা আদালতে- উভয় স্থানে দায়ের করা যায়।
See lessপ্রাথমিক ডিক্রি কি?
ডিক্রি তখনই প্রাথমিক হয়, যখন মামলার চুড়ান্ত নিষ্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে। চুড়ান্ত ডিক্রি- যে ডিক্রির মাধ্যমে মামলা চুড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তাকে চুড়ান্ত ডিক্রি বলে।
ডিক্রি তখনই প্রাথমিক হয়, যখন মামলার চুড়ান্ত নিষ্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে। চুড়ান্ত ডিক্রি- যে ডিক্রির মাধ্যমে মামলা চুড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তাকে চুড়ান্ত ডিক্রি বলে।
See lessআমি কি টেক্সাসে অনলাইনে আমার তালাকের ডিক্রির কপি পেতে পারি
বিবাহ বা বিবাহবিচ্ছেদ যাচাইয়ের দ্রুততম, সহজ উপায় হল Texas.gov এ অনলাইনে অর্ডার করা ।
বিবাহ বা বিবাহবিচ্ছেদ যাচাইয়ের দ্রুততম, সহজ উপায় হল Texas.gov এ অনলাইনে অর্ডার করা ।
See lessটেক্সাসে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত ডিক্রি কে পূরণ করে
টেক্সাসে, আপনার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার জন্য একটি "চূড়ান্ত বিবাহবিচ্ছেদের ডিক্রি" দাখিল করা এবং একজন বিচারকের দ্বারা স্বাক্ষরিত হওয়া প্রয়োজন। এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে বিবাহবিচ্ছেদের জন্য মূল পিটিশন দাখিল করার 60 দিনের মধ্যে আদালত কর্তৃক দাখিল করা এবং গৃহীত না হওয়া পর্যন্ত বিবাহবিচ্ছেদ চRead more
টেক্সাসে, আপনার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার জন্য একটি “চূড়ান্ত বিবাহবিচ্ছেদের ডিক্রি” দাখিল করা এবং একজন বিচারকের দ্বারা স্বাক্ষরিত হওয়া প্রয়োজন। এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে বিবাহবিচ্ছেদের জন্য মূল পিটিশন দাখিল করার 60 দিনের মধ্যে আদালত কর্তৃক দাখিল করা এবং গৃহীত না হওয়া পর্যন্ত বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করা যায় না।
See less