2. সাধারণ জ্ঞান
Share
Sign up to join our community!
Please sign in to your account!
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কাজলা দিদি কবিতার রচয়িতা কে
কাজলা দিদি কবিতাটি - যতীন্দ্রমোহন বাগচী রচনা করেন। এটা তার একটি বিখ্যাত কবিতা। তার রচিত আরো কয়েকটি কাব্য গ্রন্থ হলো - লেখা, রেখা, অপরাজিতা, বন্ধুর দান, নীহারিকা, মহাভারতী।
কাজলা দিদি কবিতাটি – যতীন্দ্রমোহন বাগচী রচনা করেন।
এটা তার একটি বিখ্যাত কবিতা।
তার রচিত আরো কয়েকটি কাব্য গ্রন্থ হলো – লেখা, রেখা, অপরাজিতা, বন্ধুর দান, নীহারিকা, মহাভারতী।
See lessলালন শাহ জাদুঘর কোথায় অবস্থিত
লালন শাহ জাদুঘর কুষ্টিয়ায় অবস্থিত। লালন শাহের স্মৃতিতে প্রতিষ্ঠিত লালন জাদুঘর কুষ্টিয়াতে অবস্থিত। এটি তাঁর জীবন ও দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
লালন শাহ জাদুঘর কুষ্টিয়ায় অবস্থিত।
লালন শাহের স্মৃতিতে প্রতিষ্ঠিত লালন জাদুঘর কুষ্টিয়াতে অবস্থিত। এটি তাঁর জীবন ও দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বজ্রপাতের দেশ কাকে বলা হয়
বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। এছাড়াও ভুটানকে বলা হয়- বজ্রড্রাগনের দেশ। প্রথম ধুমপানমুক্ত দেশ- ভুটান; ভুটানের রাজধানী থিম্পু। ভাষা- দোজখো: মুদ্রা- গুটাম। ভুটান দেশ- বজ্রপাতের দেশ নেপাল- হিমালয়ের দেশ থাইল্যান্ড -মুক্তভূমি ও শেভ হস্তির দেশ সোনালী প্যাগোডার দেশ -মায়ানমার জাপান-সূর্যোদ্বয়ের দেশ, প্রRead more
বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে।
এছাড়াও
ভুটানকে বলা হয়- বজ্রড্রাগনের দেশ।
প্রথম ধুমপানমুক্ত দেশ- ভুটান; ভুটানের রাজধানী থিম্পু।
ভাষা- দোজখো: মুদ্রা- গুটাম।
ভুটান দেশ- বজ্রপাতের দেশ
নেপাল- হিমালয়ের দেশ
থাইল্যান্ড -মুক্তভূমি ও শেভ হস্তির দেশ
সোনালী প্যাগোডার দেশ -মায়ানমার
জাপান-সূর্যোদ্বয়ের দেশ, প্রাচ্যের গ্রেট বৃটেন
See lessবিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে
বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ভারতের আদাভি! ভারতের তামিলনাড়ুর ২ বছরের শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দিনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন। এই উদ্যোগের জন্যRead more
বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ভারতের আদাভি!
ভারতের তামিলনাড়ুর ২ বছরের শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দিনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন। এই উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে “বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু” হিসেবে স্বীকৃতি পেয়েছে।
একজন ভারতীয় গড়ে বছরে ২ টন কার্বন নিঃসরণ করেন। কিন্তু আদাভির বাবা-মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন। তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাভি জন্মানোর আগেই। তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন, যা আদাভির সঙ্গে বড় হবে এবং তার কার্বন ফুটপ্রিন্ট শোষণ করবে।
See lessকুকুরের মুখে দাঁতের সংখ্যা কত
কুকুরের মুখে দাঁতের সংখ্যা ৪৪ টি।
কুকুরের মুখে দাঁতের সংখ্যা ৪৪ টি।
See lessবিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী
বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। সাইবেরিয়ান রেলওয়ে একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ। মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে। ১৯১৬ সাল থেকে এটি মস্কোকে ভ্লাদিRead more
বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
সাইবেরিয়ান রেলওয়ে একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে।
এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ। মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে।
১৯১৬ সাল থেকে এটি মস্কোকে ভ্লাদিভস্তকের সাথে যুক্ত করেছে।
এটি পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ।
See lessযমুনা নদীর পূর্বনাম কী
যমুনা নদীর পূর্বনাম জোনাই।
যমুনা নদীর পূর্বনাম জোনাই।
See lessএখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার
উত্তর: হেলাল হাফিজ “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়” কবি হেলাল হাফিজের “নিষিদ্ধ সম্পাদকীয়” কবিতার একটি অমর লাইন।
উত্তর: হেলাল হাফিজ
“এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়” কবি হেলাল হাফিজের “নিষিদ্ধ সম্পাদকীয়” কবিতার একটি অমর লাইন।
See lessPreliminary শব্দের বাংলা পারিভাষিক রূপ কোনটি
Preliminary শব্দের বাংলা পারিভাষিক অর্থ প্রারম্ভিক।
Preliminary শব্দের বাংলা পারিভাষিক অর্থ প্রারম্ভিক।
See lessবাংলাদেশের সিল্ক সিটি কোনটি
রাজশাহীকে সিল্ক সিটি বলা হয়।
রাজশাহীকে সিল্ক সিটি বলা হয়।
See less