CCTV এর পূর্ণরূপ কি?
Sign up to join our community!
Please sign in to your account!
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
CCTV এর পূর্ণ রূপ
CCTV এর সুবিধা
CCTV CAMERA এর প্রকারভেদ
টেকনোলজি এর পরিপ্রেক্ষিতে সিসিটিভি ক্যামেরা সাধারণত 3 প্রকার এর হয় ,
ANALOG CAMERA
এনালগ ক্যামেরা দেখতে সমস্ত ক্যামেরার মত হয়। কিন্তু টেকনোলজি এর পরিপ্রেক্ষিতে, এটি আমরা TVL টেকনোলজি তে দেখতে পাওয়া যায়। TVL এর মানে হলো TV LINE. যে Technology তে আমাদের পুরোনো টিভি কাজ করতো। এই ক্যামেরাটি একই Technology দিয়েও কাজ করে। আমরা সরাসরি টিভিতে এই এনালগ ক্যামেরা চালাতে পারি।
এখন, আমরা যে ডিভাইসটি Analog ক্যামেরা এর CCTV ফুটেজ রেকর্ড করতে ব্যবহার করি।
এটি কে DVR বলা হয়। Digital Video Recorder (DVR) এনালগ ক্যামেরা থেকে প্রাপ্ত এনালগ সিগন্যাল কে ডিজিটাল ভাবে চেঞ্জ করে এবং আমাদের মনিটর এর মাধ্যমে ডিজিটাল সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পায়।
Analog Camera অন্য ক্যামেরা এর থেকে সস্তা পাওয়া যায় এইজন্য প্রায় সমস্ত জায়গাতে যেমন অফিস, হোটেল, ঘর দেখতে পাওয়া যায় ।
IP CAMERA
IP ক্যামেরাকে আমরা Digital ক্যামেরাও বলে থাকি । এই ক্যামেরা ইন্টারনেট প্রোটোকল থেকে ইডেন্টিফাই হয় তাই এটিকে ইপি ক্যামেরা বলে ।
এই ক্যামেরা টি ডিজিটাল Signal এর উপর kaj করে tay আমাদের ডিভির এর দরকার পড়েনা। এর জন্য এটিকে আমরা ডাইরেক্ট আমাদের কম্পিউটার ল্যাপটপ এর মতো ডিভাইস তে চালাতে পারি। ইপি ক্যামেরার CCTV ফুটেজ রেকর্ড রাখতে এবং দেখার জন্য NVR এর ব্যবহার করে থাকি। এটিকে NETWORK VIDEO RECORDER ও বলে থাকে এই ক্যামেরা এনালগ ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি এর থেকে বেশি ভালো হয়। কিন্তু IP Camera এর তুলনায় এর Price একটু বেশি ।
WIRELESS CAMRERA
যেমন নাম শুনেই বুঝতে পারছেন যে এই ক্যামেরা টি কোনোৰক ব্যতীত ওয়্যার ভিডিও রেকর্ডার বা ওয়্যারলেস ডিভাইস এর সাথে Communicate করে এবং আমাদের CCTV ফুটেজ দেখতে সক্ষম হয় এই ক্যামেরা IP আর Wi-Fi টেকনোলজি এর উপর কাজ করে যার সাহায্যে আমরা বেতার কানেকশন ছাড়াই সিসিটিভি ফুটেজ দেখতে পায় ।