১ম প্রশ্নঃ অনেক কম্পানি তাদের পণ্যের সঙ্গে পুরস্কার ঘোষণা করে, যেমন—পণ্যের ভেতরে একটা কাগজে লেখা থাকে তার জন্য কী পুরস্কার আছে বা গোপন কোথাও লেখা থাকে।
বিভিন্নজন বিভিন্ন পুরস্কার পায়, কেউ চকোলেট, কেউ খেলনা সামগ্রী, কেউ ফ্রিজ ইত্যাদি। এ ক্ষেত্রে কেউ পুরস্কার পেলে তা গ্রহণ করা কি বৈধ? এ ধরনের পণ্য কেনা যাবে?
২য় প্রশ্নঃ আবার অনেক কম্পানি পণ্যের সঙ্গে বিমান ভ্রমণের টিকিটের ঘোষণা দেয়। এ ক্ষেত্রে সবাই পায় না, হয়তো দু-একজন পায়। নির্দিষ্ট সময় পরে এ পুরস্কারের সুযোগ থাকে না, তারা তুলে নেয়।
১ম ও ২য় প্রশ্নের উত্তরঃ পুরস্কারের কারণে যদি পণ্যের মূল্য খুব বেশি রাখা না হয় তাহলে পণ্যের সঙ্গে পুরস্কার গ্রহণ করা বৈধ। কেননা এ অবস্থায় এটা কম্পানির পক্ষ থেকে পুরস্কারস্বরূপ। আর যদি পুরস্কারের কারণে পণ্যের মূল্য বাজার মূল্যের চেয়ে অধিক রাখা হয় তাহলে পুরস্কারের আশায় পণ্য ক্রয় করা জুয়ার নামান্তর বিধায় ঘোষিত পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে না। (সুরা : মায়িদা, আয়াত : ৯০, বাদায়েউস সানায়ে : ৫/২৫৮, হেদায়া : ৩৮৫৯, জাদিদ তিজারত আওর : পৃ. ১৪৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১৬৩)