নাটক কাকে বলে?
Sign up to join our community!
Please sign in to your account!
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
উত্তর: নাট্যমঞ্চে অভিনেতা কর্তৃক নাট্যাভিনয়ের মাধ্যমে গতিশীল মানবজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলাকে নাটক বলে।
নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা
নাটক কি বা কাকে বলে?
নাটক সাহিত্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ। নাটকের অপর নাম দৃশ্যকাব্য। কোনো দ্বন্দ্বমূলক আখ্যান যদি চরিত্রসমূহের সংলাপের মাধ্যমে মূর্ত হয়ে উঠে তাহলে তাকে নাটক বলে। নাটকে কাহিনী থাকে তবে, নাটকে কাহিনীর চেয়ে মুখ্য চরিত্রসমূহের দ্বন্দ্ব। নাটকের মূল অঙ্গ হচ্ছে কাহিনী, চরিত্র, ঘটনাসমাবেশ ও সংলাপ।
সহজ ভাষায় বললে, মানুষের সুখ-দুঃখকে রঙ্গমঞ্চে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে।
নাটক কত প্রকার ও কী কী?
বাংলা নাটককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১) রসপ্রধান।
২) রূপপ্রধান।
রসপ্রধানকে আবার চারভাবে ভাগ করা হয়েছে। যথা-
১) ট্রাজেডি।
২) মেলোড্রামা।
৩) কমেডি।
৪) ফার্স/প্রহসন।
রূপপ্রধানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-
১) গীতিনাট্য।
২) নৃত্যনাট্য।
নাটকের উপাদান কয়টি ও কি কি?
এরিস্টটলের মতে, নাটকের উপাদান ৬টি। যথা-
১) কাহিনী।
২) চরিত্র।
৩) সংলাপ।
৪) দৃশ্য।
৫) ভাবনা।
৬) সঙ্গীত।
আবার অনেকের মতে, প্রত্যেক নাটকে প্রধান চারটি উপাদান থাকে। যথা-
১) কাহিনী বা বিষয়।
২) চরিত্র।
৩) সংলাপ।
৪) ঘটনা-সমাবেশ।
বাংলা নাটক প্রথম অভিনীত হয় কবে?
বাংলা নাটক প্রথম অভিনীত হয় ১৭৯৫ খ্রিষ্টাব্দ। হেরাসিম লেবেডেফ নামে রাশিয়ান এক ব্যক্তি প্রথম The Disguise এবং Love is the best Doctor নামে দুইটি নাটক বাংলায় অনুবাদ করে এদেশের পাত্র-পাত্রীর দিয়ে অভিনয় করান।
বাংলা নাটক প্রথম মঞ্চে অভিনীত হয় কবে?
বাংলা নাটক প্রথম মঞ্চে অভিনীত হয় ১৮৩১ খ্রিষ্টাব্দে।
কলকাতার লালবাজারে ‘প্লে-হাউজ’ এ প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কবে?
কলকাতার লালবাজারে ‘প্লে-হাউজ’ এ প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় ১৭৫৩ খ্রিষ্টাব্দ।
প্রথম বাংলা মৌলিক নাটক কোনটি?
তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন’ হচ্ছে প্রথম বাংলা মৌলিক নাটক। এটি ১৮৫২ সালে রচিত হয়। এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক। এ নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে অর্জুন দ্বারা সুভদ্রা হরণের কাহিনী। মহাভারত থেকে এ নাটকের কাহিনী সংগ্রহ করা হলেও এ নাটকে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক কোনটি?
বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক হচ্ছে ‘শর্মিষ্ঠা’। ১৮৫৯ সালে মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করেন। পুরাণের কাহিনী অবলম্বনে এ নাটক রচিত হয়েছে।
বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক হচ্ছে ‘কৃষ্ণকুমারী’। ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করেন। উইলিয়াম টডের ‘রাজস্থান’ গ্রন্থ থেকে এ নাটকের কাহিনী সংগ্রহ করা হয়েছে। এ নাটকের বিখ্যাত চরিত্র হচ্ছে- কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী।
বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?
বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক হচ্ছে ‘পদ্মাবতী’। ১৮৬০ সালে মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করেন। গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করেন।
বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক কোনটি?
বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক হচ্ছে ‘বসন্ত কুমারী’। ১৮৭৩ সালে মীর মশাররফ হোসেন এই নাটক রচনা করেন। এ নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে- বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবর্তী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করেন। কিন্তু নরেন্দ্র সিংহ এই প্রেম প্রত্যাখান করেন। প্রেমে প্রত্যাখাত হয়ে রেবর্তী ষড়যন্ত্র শুরু করে। এ কারণে সমগ্র রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায়।
বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক কোনটি?
বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক হচ্ছে ‘জমীদার দর্পণ’। ১৮৭৩ সালে মীর মশাররফ হোসেন এই নাটক রচনা করেন। এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে- জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার ও অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ এবং হত্যার কাহিনী।
বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা কোনটি?
বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা হচ্ছে কীর্তিবিলাস’ । ১৮৫২ সালে যোগেন্দ্রচন্দ্র গুপ্ত এই নাটকটি রচনা করেছেন। সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের কাহিনী অবলম্বনে এটি রচিত হয়েছে। বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্রাজেডির রূপায়ণ এ নাটকের বৈশিষ্ট্য।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কোনটি?
ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক ‘নীলদর্পণ’। ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র এই নাটক রচনা করেছেন। এ নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। এ নাটক দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন। এ নাটকে মেহেরপুরে কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। মাইকেল মধুসূদন A Native ছদ্মনামে ইংরেজিতে The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। এ নাটকের বিখ্যাত চরিত্র হচ্ছে- নবীন মাধব, তোরাপ ।
বাংলা ভাষার প্রথম সাংকেতিক নাটক কোনটি?
বাংলা ভাষার প্রথম সাংকেতিক নাটক হচ্ছে ‘শারদোৎসব’। এটি ১৯০৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন।
ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোথায়?
ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়।
বাংলা সাহিত্যের বিখ্যাত নাটক
তারাচরণ শিকদার- ভদ্রার্জুন। ১৮৫২ সালে এই নাটকটি রচিত হয়েছে। এটি বাঙালি দ্বারা বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
যোগেন্দ্র গুপ্ত- কীর্তিবিলাস। ১৮৫২ এই নাটকটি রচিত হয়েছে। এটি বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি নাটক।
রামনারায়ণ তর্করত্ন- ‘কুলীনকুল সর্বস্ব’ ১৮৫৪। এটি কৌলিন্য প্রথা অবলম্বনে রচিত। ‘বেণী সংহার’, ‘যেমন কর্ম তেমন ফল’ (প্রহসন), ‘উভয়সঙ্কট’ (প্রহসন)।
মাইকেল মধুসূদন- ‘শর্মিষ্ঠা’, ‘মায়াকানন’ ‘কৃষ্ণকুমারী, ‘পদ্মাবতী’,।
গিরিশচন্দ্র ঘোষ- প্রফুল্ল’ (১৮৮৯): এটি গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক । ‘সীতাহরণ,, সিরাজদ্দৌলা, সীতার বনবাস।
দীনবন্ধু মিত্র- নীলদর্পণ’: এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। ‘কমলে কামিনী, ‘নবীন তপস্বিনী, ‘জামাই বারিক, ‘লীলাবতী’।
দ্বিজেন্দ্রলাল রায়-
ঐতিহাসিক নাটক: ‘সাজাহান’, ‘দুর্গাদাস’, ‘নুরজাহান’, ‘প্রতাপসিংহ’, ‘তাপসী, ‘তারাবাঈ’, ‘মেবারপতন’, ।
রোমান্টিক ও পৌরাণিক নাটক: ‘সীতা’, ‘ভীষ্ম’, ‘সোহরাব-রুস্তম’, ‘সিংহলবিজয়’, ‘চন্দ্ৰগুপ্ত’ ।
কাব্যনাট্য: ‘পাষাণী’।
সামাজিক নাটক: ‘পরপারে’, ‘বিরহ’, ‘প্রায়শ্চিত্ত’, ‘বঙ্গনারী’, ‘কল্কি অবতার’,‘আনন্দ বিদায়’।
রবীন্দ্রনাথ ঠাকুর:
বাল্মীকি প্রতিভা’: প্রথম প্রকাশিত নাটক। অধিকাংশের মতে- ‘রুদ্রচণ্ড’।
রূপক ও সাংকেতিক নাটক: ‘ডাকঘর’, ‘তাসের দেশ’, ‘প্রকৃতির প্রতিশোধ’, ‘কালের যাত্রা’, ‘রাজা ও রানী’, ‘অচলায়তন’, ‘রক্তকরবী’ ‘রাজা’, ।
নৃত্যনাট্য: ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা” ‘চণ্ডালিকা’, ‘নটীর পূজা’, ।
কাব্যনাট্য: ‘মায়ার খেলা’, ‘বিদায় অভিশাপ’ ‘প্রকৃতির প্রতিশোধ’, ।
অন্যান্য নাটক: ‘বিসর্জন’,‘ ‘বসন্ত’ ‘চিরকুমার সভা’, বৈকুণ্ঠের খাতা’, ।
কাজী নজরুল ইসলাম- ‘ঝিলিমিলি’: এটি ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ। ‘মধুমালা’ ‘আলেয়া’, ‘পুতুলের বিয়ে’।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- ‘ষোড়শী’, ‘বিজয়া’, ‘রমা’।
মুনীর চৌধুরী- ‘রক্তাক্ত প্রান্তর’: এটি তাঁর রচিত প্রথম নাটক। ‘কবর’: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ‘মানুষ’,‘দণ্ডকারণ্য’, ‘নষ্ট ছেলে’, ‘চিঠি’, ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’।
সৈয়দ ওয়ালী উল্লাহ-‘তরঙ্গভঙ্গ’,‘উজানে মৃত্যু’, ‘বহিপীর’, ‘সুড়ঙ্গ’।
সিকানদার আবু জাফর- ‘সিরাজ-উদ্-দৌলা’, ‘মহাকবি আলাওল’।
অমৃতলাল বসু- ‘বিবাহ বিভ্রাট’, ‘চোরের উপর বাটপারি’, ‘ডিসমিস’ ‘কৃপণের ধন’ (সবগুলোই প্রহসন) ।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর– ‘পুরুবিক্রম নাটক’, ‘কিঞ্চিত জলযোগ’ (প্রহসন)।
মামুনুর রশীদ- ‘গিনিপিগ’, ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’।
আব্দুল্লাহ আল মামুন- ‘সুবচন নির্বাসনে’, ‘কোকিলারা” ।
ক্ষীরোদপ্রসাদ- ‘আলিবাবা’, ‘রঘুবীর’।
জিয়া হায়দার- ‘এলেবেলে’
হানিফ সংকেত- শোধ-বোধ।