ঢাকা গেট নির্মান করে কে?
ক. শায়েস্তা খান
খ. ইসলাম খান
গ. শাহ সুজা
ঘ. মীর জুমলা
Sign up to join our community!
Please sign in to your account!
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
‘ঢাকা গেইট” এর নির্মাতা হলেন ‘মীর জুমলা’। সে আমলে আওরঙ্গজেবের শাসন ছিল। “আওরঙ্গজেব বাংলার সুবেদার করে পাঠান মীর জুমলাকে, “যিনি ছিলেন একজন ইরানি তেল ব্যবসায়ীর ছেলে। বাংলার সুবেদার হওয়ার পরে তিনি এই গেট নির্মাণ করেন নগর নিরাপত্তা ব্যূহ হিসেবে। তৎকালীন বাংলার রাজধানী ঢাকা প্রায়ই বহিরাগত দস্যু দ্বারা আক্রান্ত হতো। (১৬৬০ সালে মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে ঢাকার উত্তর দিকে এই গেট নির্মাণ করেন। সেই সময় মীর জুমলা গেটসংলগ্ন এলাকায়। একটি নয়নাভিরাম বাগান গড়ে তোলেন, যার নাম ছিল রাগ – ই – বাদশাহি বা সম্রাটের বাগান।
ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা জেলার প্রধান ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির শহর। আন্তর্জাতিকভাবে ঢাকা একটি অতিমহানগরী মেগাসিটি (১১তম); ঢাকা মহানগরী এলাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর।
জেনে নিই
মনে করা হয়- বল্লাল সেন কর্তৃক নির্মিত ঢাকেশ্বরী মন্দির থেকে এর নামকরণ করা হয়- ঢাকা।
পুরাতন নাম-ঢাবেক্কা, ঢাক্কা, জাহাঙ্গীরনগর।
ঢাকা বাংলার রাজধানী হয়েছে মোট ৫ বার।
প্রথম: ১৬১০ সালে সুবেদার ইসলাম খাঁ কর্তৃক।
দ্বিতীয়: ১৬৬০ সালে মীর জুমলা রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন।
তৃতীয়: ১৯০৫ বঙ্গঙ্গের সময়- লর্ড কার্জন কর্তৃক।
চতুর্থ: ১৯৪৭ সাল : ভারত-পাকিস্তান বিভক্তির সময়।
পঞ্চম: ১৯৭১ সাল: স্বাধীনতা যুদ্ধের পর। স্বাধীনতার পূর্বে ঢাকা রাজধানী ছিল- ৪ বার।
১৮৬৪ সালে ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাঁধ দেওয়া হয়।
১৯০১ সালে ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি চালু হয়। (আহসান মঞ্জিলে) ।
প্রাক মুঘল আমলের নির্মিত ঢাকার সর্বপ্রাচীন মসজিদ-বিনত বিবির মসজিদ।
গুরুদুয়ারা নামক শাহী মন্দির- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশে শিখদের একমাত্র মন্দির)।
নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট- ঢাকার সেগুন বাগিচায়।
আফগান দুর্গ- ঢাকার কেন্দ্রীয় কারাগারে। সামরিক যাদুঘর- মিরপুর।
ঢাকা শহরের গ্যাস সরবরাহ করা হয়- তিতাস গ্যাস ক্ষেত্র থেকে।
SPARRSO-Spacer Research and Remote Sensing Organization প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত ঢাকার আগারগাও এ অবস্থিত।
ICDDRB, IJSG, CIRDAP-এর সদর দপ্তর ঢাকায়।
BAEC-Bangladesh Atomic Energy Commission এর সদর দপ্তর বাংলা একাডেমি, ঢাকা
সার্ক কৃষি তথ্য কেন্দ্র (SAIC) কোথায় অবস্থিত-ফার্মাগেট, ঢাকা। (প্রতিষ্ঠা-১৯৮৯)।
বাংলাদেশের বেতারের সদর দপ্তর ঢাকার আগারগাঁও (১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন)।
ঢাকার প্রথম সংবাদপত্র- ঢাকা প্রকাশ (১৮৬১ সালে প্রকাশিত হয়)।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সদর দপ্তর- পুরানা পল্টন, ঢাকা ।
বিখ্যাত ব্যক্তিত্ব : নবাব আব্দুল গনি, খাজা আহসান উল্লাহ, নবাব সলিমুল্লাহ,
ঘ. মীর জুমলা