Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

What's your question?
  1. Preliminary শব্দের বাংলা পারিভাষিক অর্থ প্রারম্ভিক।

    Preliminary শব্দের বাংলা পারিভাষিক অর্থ প্রারম্ভিক।

    See less
  2. রাজশাহীকে সিল্ক সিটি বলা হয়।

    রাজশাহীকে সিল্ক সিটি বলা হয়।

    See less
  3. কুমিরের প্রেম বাগধারাটির অর্থ হলো মিথ্যা ভালোবাসা বা ভান করা ভালোবাসা। এটি সাধারণত এমন অবস্থায় ব্যবহৃত হয় যেখানে কেউ স্বার্থপরতার কারণে বা কপট আচরণের মাধ্যমে ভালোবাসার ভান করে।

    কুমিরের প্রেম বাগধারাটির অর্থ হলো মিথ্যা ভালোবাসা বা ভান করা ভালোবাসা। এটি সাধারণত এমন অবস্থায় ব্যবহৃত হয় যেখানে কেউ স্বার্থপরতার কারণে বা কপট আচরণের মাধ্যমে ভালোবাসার ভান করে।

    See less
  4. ‘পুষ্পা’ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।  পুষ্পা শব্দটি সংস্কৃত উৎসের একটি মেয়েলি হিন্দু নাম। এর অর্থ "ফুল" পুষ্প সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাই পুষ্প একটি তৎসম শব্দ।   

    ‘পুষ্পা’ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 

    পুষ্পা শব্দটি সংস্কৃত উৎসের একটি মেয়েলি হিন্দু নাম। এর অর্থ “ফুল”

    পুষ্প সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাই পুষ্প একটি তৎসম শব্দ। 

     

    See less
  5. রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি অঞ্চলকে। মধ্য কানাডা হতে মধ্যমিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলে প্রচুর গমের চাষ করা হয়। মধ্য আমেরিকায় সুবিস্তৃত প্রেইরি তৃণভূমি অবস্থিত। এজন্য প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

    রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি অঞ্চলকে

    মধ্য কানাডা হতে মধ্যমিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলে প্রচুর গমের চাষ করা হয়। মধ্য আমেরিকায় সুবিস্তৃত প্রেইরি তৃণভূমি অবস্থিত। এজন্য প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

    See less
  6. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভােলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। ভােলা দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি। ভােলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ ইত্যাদি।

    বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভােলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। ভােলা দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি। ভােলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ ইত্যাদি।

    See less
  7. গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ৷ এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে। প্রায় তিনশ বছর ধরে ডেনমার্ক সমুদ্র বেষ্টিত এই দেশটিকে নিয়ন্ত্রণ করে আসছে৷ গ্রিনল্যান্ডে রয়েছে তেল, গ্যাস, স্বর্ণ এবং হীরার খনি৷ তবে এগুলো উত্তোলন করা খুবই ব্যয়সাধ্য ।

    গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ৷

    এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে।

    প্রায় তিনশ বছর ধরে ডেনমার্ক সমুদ্র বেষ্টিত এই দেশটিকে নিয়ন্ত্রণ করে আসছে৷

    গ্রিনল্যান্ডে রয়েছে তেল, গ্যাস, স্বর্ণ এবং হীরার খনি৷ তবে এগুলো উত্তোলন করা খুবই ব্যয়সাধ্য ।

    See less
  8. অষ্টাদশ শতাব্দীতে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়।

    অষ্টাদশ শতাব্দীতে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়।

    See less
  9. কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ - অপদার্থ। 'কচুবনের কালাচাঁদ ' - অর্থ অপদার্থ। একটি বাক্যে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি। রামু একটা কচুবনের কালাচাঁদ ; খাবে আর ফুর্তি করবে, কাজের কোনো চেষ্টাই করে না। এখানে ফুর্তি কথায় ব্যবহার করা করা হয়েছে। শুদ্ধ বানান হবে স্ফূর্তি।

    কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ – অপদার্থ

    ‘কচুবনের কালাচাঁদ ‘ – অর্থ অপদার্থ। একটি বাক্যে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি।

    রামু একটা কচুবনের কালাচাঁদ ; খাবে আর ফুর্তি করবে, কাজের কোনো চেষ্টাই করে না।

    এখানে ফুর্তি কথায় ব্যবহার করা করা হয়েছে। শুদ্ধ বানান হবে স্ফূর্তি।

    See less
  10. রাশিয়ার রাজাদের উপাধি জার।   

    রাশিয়ার রাজাদের উপাধি জার। 

     

    See less

Latest News & Updates

  1. বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুর্কিয়ে

    বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুর্কিয়ে

    See less
  2. বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে।  এছাড়াও ভুটানকে বলা হয়- বজ্রড্রাগনের দেশ। প্রথম ধুমপানমুক্ত দেশ- ভুটান; ভুটানের রাজধানী থিম্পু। ভাষা- দোজখো: মুদ্রা- গুটাম। ভুটান দেশ- বজ্রপাতের দেশ নেপাল- হিমালয়ের দেশ থাইল্যান্ড -মুক্তভূমি ও শেভ হস্তির দেশ সোনালী প্যাগোডার দেশ -মায়ানমার জাপান-সূর্যোদ্বয়ের দেশ, প্রRead more

    বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। 

    এছাড়াও

    ভুটানকে বলা হয়- বজ্রড্রাগনের দেশ।

    প্রথম ধুমপানমুক্ত দেশ- ভুটান; ভুটানের রাজধানী থিম্পু।

    ভাষা- দোজখো: মুদ্রা- গুটাম।

    ভুটান দেশ- বজ্রপাতের দেশ

    নেপাল- হিমালয়ের দেশ

    থাইল্যান্ড -মুক্তভূমি ও শেভ হস্তির দেশ

    সোনালী প্যাগোডার দেশ -মায়ানমার

    জাপান-সূর্যোদ্বয়ের দেশ, প্রাচ্যের গ্রেট বৃটেন

    See less
  3. বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ভারতের আদাভি! ভারতের তামিলনাড়ুর ২ বছরের শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দিনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন। এই উদ্যোগের জন্যRead more

    বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ভারতের আদাভি!

    ভারতের তামিলনাড়ুর ২ বছরের শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দিনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন। এই উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে “বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু” হিসেবে স্বীকৃতি পেয়েছে।

     

    একজন ভারতীয় গড়ে বছরে ২ টন কার্বন নিঃসরণ করেন। কিন্তু আদাভির বাবা-মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন। তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাভি জন্মানোর আগেই। তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন, যা আদাভির সঙ্গে বড় হবে এবং তার কার্বন ফুটপ্রিন্ট শোষণ করবে।

    See less
Explore Our Blog