Non-Redox বিক্রিয়া :  কোন রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনকালে বিক্রিয়ক মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান না ঘটলে বিক্রিয়াটিকে নন রেডক্স বিক্রিয়া বলে।

 এ ধরনের বিক্রিয়ায়  বিক্রিয়ক পরমাণুর জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হয় না। বিক্রিয়ক ও উৎপাদ মৌলের জারণ সংখ্যা একই থাকে।
 

এ ধরনের বিক্রিয়া –

১. প্রশমন বিক্রিয়া
২. অধঃক্ষেপণ বিক্রিয়া 

৩. দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া।