NH₄Cl লবণ, দুর্বল ক্ষারক NH₄OH এবং সবল অম্ল HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। 

NH₄Clএর জলীয় দ্রবণ অম্লীয়। কারণ, যেসব লবণ দুর্বল ক্ষারক ও শক্তিশালী অম্ল থেকে উৎপন্ন হয় তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরি করে। 

যেহেতু NH₄Cl লবণ, NH₄OH এবং HCl এর সমন্বয় গঠিত। 

সেহেতু এটি পানিতে বিয়োজিত হয়ে NH₄+ ও Cl-  আয়ন উৎপন্ন করে। পরবর্তীতে NH₄+ আয়নের আর্দ্র বিশ্লেষণে H+ উৎপন্ন হয়। 

যার কারনে দ্রবণটি অম্লীয় হয়।

NH₄Cl (s) + aq ——->NH₄+(aq) + Cl- (aq)

NH₄+ (aq) <———> NH₃ (aq) + H+ (aq)