MRI যন্ত্রে শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো স্থানের বা অঙ্গের প্রতিবিম্ব গঠন করা হয়। নিউক্লিয় চৌম্বক অনুনাদ Nuclear Magnetic Resonance এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে MRI যন্ত্র কাজ করে।