MnO₂ এসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাই এটি একটি উভধর্মী অক্সাইড।
HCl এসিডের সাথে MnO₂ বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তাই বলা যায় এটি একটি ক্ষারক।
MnO₂ +4HCl —->MnCl₄ +2H₂O
আবার, KClO₃ যুক্ত KOH ক্ষারের সাথে উত্তপ্ত অবস্থায় MnO₂ বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাই বলা যায় এটি একটি অম্ল।
KClO₃ ——> KCl + 3[O]
MnO₂+2KOH+[O] —-> K₂MnO₄ + H₂O
সুতারাং MnO₂ একটি উভধর্মী অক্সাইড।
Leave a comment