K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা সমূহ নিম্নরূপঃ
১. যেহেতু K₂Cr₂O₇ লবণ হিসেবে পাওয়া যায় এবং পানিশোষী নয় তাই একে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রূপে আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়।
২. আয়রন (II) লবণে আয়রনের পরিমাণ নির্ধারণের জন্য অম্লীয় মাধ্যমে K₂Cr₂O₇ এর প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়।
৩. এছাড়াও ক্লোরাইড আয়নের উপস্থিতিতে K₂Cr₂O₇ এর প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়। কারণ এরূপ বিক্রিয়ায় ক্লোরাইড আয়নের স্ট্যান্ডার্ড বিজারণ বিভব হলো +1.36V. ফলে ক্লোরাইড আয়ন K₂Cr₂O₇ দ্বারা জারিত হয় না।
Cl₂ +2e- <—->2Cl-
Leave a comment