IUPAC এর পূর্ণরূপ : 

International Union of Pure and Applied Chemistry. 

অর্থাৎ আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। 

এটি সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।


এর কাজ নিম্নরূপঃ

১. রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করা।

২. রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয়াদির ক্রমবর্ধমান পরিবর্তন বা সৃষ্টির কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয় তা নির্ধারণ করে থাকে।

৩. নতুন আবিষ্কৃত মৌলের স্বীকৃতি দেওয়া।