HF একটি শক্তিশালী এসিড। এটি কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে কাঁচকে ক্ষয়প্রাপ্ত করে।

HF এসিড কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের(Na₂SiO₃) সাথে বিক্রিয়া করে দ্রবণীয় হাইড্রোফ্লোরো সিলিসিক এসিড(H₂SiF₆) তৈরি করে। ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়। 

Na₂SiO₃+6HF —–> 2NaF + SiF₄ + 3H₂O 

SiF₄ + 2HF —-> H₂SiF₆