গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তাপ দিলে বিয়োজিত হয়ে জায়মান  অক্সিজেন  উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন বিভিন্ন পদার্থকে জারিত করে। 

H₂SO₄ —–> SO₂ + [O] + H₂O

যেমনঃ এটি কপারকে জারিত করে CuO এ পরিণত করে।

Cu + [O] ——> CuO