সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়। এই H+ আয়ন নীল লিটমাসকে লাল করে। 

H₂SO₄(aq) —–>2H+(aq) +

SO₄²-(aq)

H+(aq) + নীল লিটমাস —–> লাল লিটমাস

আবার, সালফিউরিক এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। 

H₂SO₄ +2NaOH —–> Na₂SO₄ + 2H₂O

এজন্য সালফিউরিক এসিড একটি এসিড।