FeCl₃ লবণ শক্তিশালী এসিড HCl ও দুর্বল ক্ষারক Fe(OH)₃ এর বিক্রিয়ায় উৎপন্ন হয়।
FeCl₃ লবণটি পানিতে দ্রবীভূত করলে Fe³+ ও Cl- আয়ন উৎপন্ন করে। Cl- আয়ন পানির প্রোটনের (H+) সঙ্গে যুক্ত হয়ে তীব্র এসিড হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গঠন করে। হাইড্রোজেন ক্লোরাইড তীব্র এসিড হওয়ায় পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়।
FeCl₃ (aq) ——-> Fe³+ 3Cl –
Cl- + H₂O ——-> HCl + OH-
HCl (aq) ——> H+ + Cl-
যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় সেহেতু দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি থাকে।
এজন্য FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় হয়।
Leave a comment