যে সকল মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেক্ট্রনটি d-অরবিটালে প্রবেশ করে তাদের d- ব্লক মৌল বলা হয়। 

পর্যায় সারণিতে চতুর্থ পর্যায় থেকে সপ্তম পর্যায়ে এবং গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌল গুলি d- ব্লক মৌল।  

d- ব্লক মৌল Th সহ মোটঃ 41 টি।

যেমনঃ

Sc(21)—>1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s² 3d¹

Sc এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেক্ট্রনটি d-অরবিটালে প্রবেশ করেছে। কাজেই Sc একটি d- ব্লক মৌল।