আমরা জানি, ধাতুর অক্সাইড গুলি ক্ষারীয় এবং অধাতুর অক্সাইড অম্লীয়। 

আবার যে সকল পদার্থ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তারা অম্ল। অম্লের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে।

CO₂+NaOH ——>Na₂CO₃+ H₂O
   

CO₂ + H₂O  <——–>  H₂CO₃
 

H₂CO₃ (aq) <——-> H+ (aq) + HCO₃ – (aq)
H+ (aq) + নীললিটমাস <——>  লাললিটমাস

যেহেতু কার্বন-ডাই-অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) লবণ ও পানি গঠন করে। 

কাজেই CO₂ একটি অম্ল। 

আবার পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড (H₂CO₃) গঠন করে। যার জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। 

অতএব বলা যায় CO₂ একটি অম্লীয় অক্সাইড।