পিতা-মাতার ভরণ-পোষণ(Parental Maintenance) আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে আলোচনা করুন। ভরণ-পোষণ বলতে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ আইনের ধারা-২ এ খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা ও বসবাসের সুবিধা এবং সঙ্গ প্রদানকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে, ভরণ-পোষণের ন্যূনতম মানদণ্ড হবে সন্তানের সামর্থ্য ...
QNA BD Latest Articles
ভরণ-পোষণ/খোরপোষ [Maintenance] কি? স্বামী যখন স্ত্রীকে ভরণ-পোষণ দিতে বাধ্য? কি কি কারণে স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য নন? ভরণ-পোষণ আদায়ে স্ত্রীর আইনগত অধিকারগুলো আলোচনা করুন।
ভরণ-পোষণকে(Maintenance) আরবীতে বলা হয় নাফাকাহ বা নাফাকা Nafaqah (نَفَقَة) or nafka(finance support)। ভরণ-পোষণের আওতায় খাদ্য, বস্ত্র,বাসস্থান, শিক্ষার ব্যয় এবং শারীরিক ও মানসিক পুষ্টির জন্য অন্যান্য প্রয়োজনীয় বিষয় অর্থাৎ মানুষের মূল চাহিদা অন্তর্ভূক্ত রয়েছে। ভরণ-পোষণের আরেক নাম খোরপোশ বা খোরপোষ(খোরাক-পোষাকের খরচ) ...