বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল

স্নাতক  (সম্মান) পরীক্ষা, ২০১৭ (ডিসেম্বর)

বিষয়: আইন (৬ষ্ঠ সেমিস্টার ২য় ব্যাচ) 

কোর্স- Law 305 : Business law


সময়ঃ ০৪ ঘন্টা                                                                                                নম্বরঃ১০০


ক বিভাগ


আটটি প্রশ্নের মধ্যে যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও । সকল প্রশ্নের মান সমান।       (৪x ২০=৮০ নম্বর)

১.অর্থ ঋণ আদালত ২০০৩ অনুযায়ী ঋণ পুনরুদ্ধার করার ক্ষেত্রে ঋণগ্রহীতা সীমিত অধিকার সম্পর্কে মামলার রেফারেন্স সহ আলোচনা কর।

(Discuss the Limited rights of the borrowers in a loan recovery process under the Artha Rin Adalat Ain, 2003 with the case reference)

২. “একটি চেক ডিজঅনার হলে  এবং লিগ্যাল নোটিশ প্রদানের ১৫ দিনের মধ্যে চেকে উল্লিখিত অর্থ পরিশোধ না করা হলে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট  অ্যাক্ট এর ১৩৮ ধারার অধীনে একটি অপরাধ সংগঠিত হয়” আলোচনা কর।

(“Under section 138 of Negotiable Instruments Act an offence is committed if a cheque is dishonored and if payment is not made within 15 days after receipt of our legal notice.”- Discuss)

 ৩.বিল অফ এক্সচেঞ্জ এর সংজ্ঞা দাও। একটি  প্রমিজরি নোট এর উপাদান গুলো কি কি? আলোচনা কর।

(Define Bill of Exchange. What are the essentials of a promissory note? Discuss)

৪.মালিকও প্রতিনিধির সংজ্ঞা দাও। প্রতিনিধিত্বের সাধারণ নিয়ম গুলো কি কি?

(Define Agent and Principal. What are the general rules of agency?)

৫.  পার্টনারশিপ এর সংজ্ঞা দাও। একটি পার্টনারশিপের অপরিহার্য উপাদান সমূহ কি কি?  বর্ণনা কর।

( Define partnership? What are the essential elements of a Partnership? Describe.)

৬.অর্থ ঋণ আদালত আইন, ২০১৩ অনেক স্বয়ংসম্পন্ন এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ আলোচনা কর।

( Discuss the Artha Rin Adalat Ain, 2013 is quite self-sufficient and harmonious with reality.)

৭.প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ এবং চেক এর মধ্যে পার্থক্য কি?  ফোল্ডার এবং হোল্ডার ইন ভিউ  কোর্স কে?নোট , বিল এবং চেকের পক্ষগণের দায় বদ্ধতা আলোচনা কর।

( what are the differences  among promissory note, bill of exchange and cheque? Who is a holder and holder in due course? Discuss the liabilities of the parties to notes, bills and cheques.)

৮. যদি কোন ব্যক্তি কোন কর্তার প্রতিনিধি হিসেবে চুক্তিবদ্ধ হন তবে তিনি ও তার মুখপাত্র- আলোচনা কর।? 

( If a person contacts as an agent for a principal he is only the mouthpiece of the principal. Discuss) 

খ বিভাগ


আটটি প্রশ্নের মধ্যে যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও । সকল প্রশ্নের মান সমান।          (৪x ৫=২০ নম্বর)


৯.পরিসমাপ্তির ক্ষেত্রে অনুমোদিত প্রতিনিধির দায়বদ্ধতা ও দায়িত্ব কি কি?

(What are the liabilities and duties of an agent in a case of termination?)

১০.অংশীদারদের নিজেদের মধ্যে কি কি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়? উদাহরণসহ আলোচনা কর।

(What are the duties and liabilities of a partner among themselves? Discuss with examples?)

১১.করতে এবং অনুমোদিত প্রতিনিধি বলতে কাদেরকে বোঝায়? উদাহরণসহ আলোচনা কর।

( Who are the principle and agent? Discuss with examples)

 ১২.কোন কোন কারণে বিদেশি সালিসী রোয়েদাদ বাস্তবায়ন  অস্বীকার করা যেতে পারে?

(What are the grounds for refusing Recognition or execution of foreign arbitral awards?)

১৩.একটি আর্বিট্রেশন চুক্তির ফলাফল গুলো কি কি?

(Briefly explain the effect of an  Arbitration agreement?)

১৪.পার্টনারশিপ ও সহ মালিকানার মধ্যে পার্থক্য কি কি?

(Distinguish between partnership and co-ownership.)

 ১৫. একটি ফার্মের  ডিজল্যুশন প্রক্রিয়া গুলো কি কি? 

( what are the modes of dissolution of a firm?)

১৬.কে প্রতিনিধি হতে পারে।

(Who may be an agent?)


ডাউনলোড করতে ক্লিক করুন(পিডিএফ)

……………………….