BOD ও COD এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ  

১. BOD প্রক্রিয়ার মাধ্যমে কেবলমাত্র জৈব ভাঙ্গন যুক্ত পদার্থসমূহ জারিত হয়। 

COD প্রক্রিয়ার মাধ্যমে জারনযোগ্য সকল প্রকার জৈব ও অজৈব পদার্থ জারিত হয়। 

২. BOD তে অনুজীব দ্বারা জারন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়।

COD রাসায়নিক জারক দ্বারা জারন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। 

৩. BOD কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া।

COD দ্রুত ও সহজতর প্রক্রিয়া। 

   ৪. BOD প্রাণ রাসায়নিক প্রক্রিয়া।

COD রাসায়নিক প্রক্রিয়া।