উত্তর: আধুনিক বাংলায় রূপান্তর: কাকে নিয়ে (বা কাকে) ছেড়ে কেমন করে আছি। আমাকে ঘিরে চারদিকে হাঁক পড়ে। আপন মাংসের জন্যই হরিণ সকলের শত্রু। ক্ষণ মুহূর্তের জন্যও শিকারী ভুসুক (তাকে) ছাড়ে না।
ব্যুৎপত্তি: ঘিনি = গহ্নাতি> গেণহই >ঘেনি, ঘিনি।
বেঢ়িল = বেষ্টিত > বেঠিঅ + ইল্ল> বেঢ়িল।
চৌদীস = চতুঃ > চৌ+দীস (< দিশ); চারদিকে।
হরিণা = হরিণ + আ (বিশিষ্টার্থে)
ছাড়ই = ছাড়ই < ছডডই <ছদর্তি – ছাড়ে।
অহেরী = অহেরী < আহেড়িঅ < আখেটিক < আহেরি; শিকারী।