তাল ও দিয়ারা কাকে বলে?
উত্তর: তাল অঞ্চল: ‘তাল’ শব্দের অর্থ জলাভূমি। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহের পশ্চিম ভাগের উপর দিয়ে প্রবাহিত কালিন্দী নদীর পূর্বভাগের বিস্তীর্ণ অঞ্চলের নীচু ভূভাগকে তাল সমভূমি বলে। ভূপ্রাকৃতিক দিক দিয়ে এই অঞ্চলটি আসলে একটি নিম্নভূমি, যা জলাভূমি ও বিলে পরিপূর্ণ। নিম্নভূমি বলে বর্ষাকালে এই অঞ্চলটি জলে প্লাবিত হয়। পলিগঠিত, কাদামিশ্রিত ও মিহিদানাযুক্ত মৃত্তিকায় গঠিত তাল অঞ্চল অত্যন্ত উর্বর।
দিয়ারা অঞ্চল: মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশের ভূমি দিয়ারা নামে পরিচিত। এই অঞ্চলটি নবীন পলিগঠিত বলে অত্যন্ত উর্বর ও ঘনবসতিপূর্ণ।