উত্তর ‘তরাই’ একটি ফরাসি শব্দ যার অর্থ ‘পর্বতের পাদদেশের আর্দ্র স্যাঁতসেঁতে ভূমি’। পশ্চিমবঙ্গে দার্জিলিং হিমালয়ের পাদদেশে হিমালয় পর্বত থেকে নেমে আসা নদীবাহিত নুড়ি, কাঁকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে তরাই সমভূমি অঞ্চল বলে।
বৈশিষ্ট্য:
1. অসংখ্য নদীখাত এই অঞ্চলকে বিভিন্ন সমান্তরাল অংশে বিভক্ত করেছে।
2. পূর্ব-পশ্চিমে বিস্তৃত এই সমভূমি 15-40 কিমি চওড়া এবং 50-300 মিটার উঁচু। এই সমভূমিতে নদীখাত থেকে দূরে উচ্চভূমি এবং 200-400 মিটার উঁচু ছোটো পাহাড দেখা যায়।
ডুয়ার্স অঞ্চল বলতে কী বোঝো?
উত্তর ‘ডুয়ার্স’ শব্দের অর্থ হল দুয়ার বা দরজা। ইংরেজ রাজত্বকালে দুয়ার শব্দটি বিকৃত হয়ে ডুয়ার্স নামে পরিচিত হয়। তরাই অঞ্চলকে তিস্তা নদী পূর্ব ও পশ্চিম-এই দুটি অংশে বিভক্ত করেছে। এর মধ্যে তিস্তা নদীর পূর্বের অংশকে ডুয়ার্স বলে। ভুটানের প্রবেশপথে অবস্থিত বলে এই অঞ্চলের এরূপ নামকরণ হয়েছে। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার মধ্য ও উত্তর অংশ নিয়ে গড়ে ওঠা এই ডুয়ার্স অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়-পশ্চিম বা শিলিগুড়ি ডুয়ার্স, মধ্য বা জলপাইগুড়ি ডুয়ার্স এবং পূর্ব বা আলিপুর ডুয়ার্স।
ডুরিং কী? পশ্চিমের মালভূমি অঞ্চলের ডুরিংগুলির নাম লেখো।
উত্তর: পশ্চিমের মালভূমি অঞ্চলটি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে তরঙ্গায়িত সমভূমিতে পরিণত হয়েছে। এই তরঙ্গায়িত সমভূমির মাঝে মাঝে যে অবশিষ্ট টিলা বা ঢিবি বা নোল দেখতে পাওয়া যায় সেগুলিকেই ডুরিং বলে। এগুলি প্রকৃতপক্ষে মোনাডনক।
পশ্চিমের মালভূমি অঞ্চলে অবস্থিত ডুরিংগুলি হল- • অযোধ্যা পাহাড়, মাকেনালী, বাঘমুণ্ডি, চমটু, • পরশা, ডালডুংরিং, গুরমা, ভাণ্ডারা, শুশুনিয়া পাহাড়, মামাভাগ্নে পাহাড়, বিহারীনাথ প্রভৃতি।
বরেন্দ্রভূমি কাকে বলে?
উত্তর: উত্তরবঙ্গ সমভূমির দক্ষিণের উঁচু-নীচু অংশ অর্থাৎ, মহানন্দা নদীর উত্তর তীরে মালদহ জেলার পূর্বভাগ ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছুটা ভূমি বরেন্দ্রভূমি বা বারিন্দ নামে পরিচিত। এই অঞ্চলটি পূর্বদিকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। সমগ্র অঞ্চলটি গঙ্গা নদীর প্রাচীন পলিমাটি এবং লালরঙের কাঁকুরে ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা গঠিত। এই বরেন্দ্রভূমির মাঝে মাঝে ছোটো ছোটো টিলা দেখা যায়, যেগুলি 30 মিটার পর্যন্ত উঁচু। সমগ্র অঞ্চলটি ঈষৎ তরঙ্গায়িত বা ঢেউ খেলানো।
তাল ও দিয়ারা কাকে বলে?
উত্তর: তাল অঞ্চল: ‘তাল’ শব্দের অর্থ জলাভূমি। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহের পশ্চিম ভাগের উপর দিয়ে প্রবাহিত কালিন্দী নদীর পূর্বভাগের বিস্তীর্ণ অঞ্চলের নীচু ভূভাগকে তাল সমভূমি বলে। ভূপ্রাকৃতিক দিক দিয়ে এই অঞ্চলটি আসলে একটি নিম্নভূমি, যা জলাভূমি ও বিলে পরিপূর্ণ। নিম্নভূমি বলে বর্ষাকালে এই অঞ্চলটি জলে প্লাবিত হয়। পলিগঠিত, কাদামিশ্রিত ও মিহিদানাযুক্ত মৃত্তিকায় গঠিত তাল অঞ্চল অত্যন্ত উর্বর।
দিয়ারা অঞ্চল: মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশের ভূমি দিয়ারা নামে পরিচিত। এই অঞ্চলটি নবীন পলিগঠিত বলে অত্যন্ত উর্বর ও ঘনবসতিপূর্ণ।
মহানন্দা করিডোর কী?
উত্তর: পশ্চিমবঙ্গের বিস্তার সবচেয়ে কম উত্তর দিনাজপুর জেলায়। সংকীর্ণ উত্তর দিনাজপুর জেলার ভূখণ্ড উত্তরের জলপাইগুড়ি এবং কোচবিহার সমভূমিকে দক্ষিণের মালদহ জেলার সঙ্গে যুক্ত করেছে। মহানন্দা নদী এই সংকীর্ণ ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই এই সংকীর্ণ ভূমিভাগটিকে (উত্তর দিনাজপুর) মহানন্দা করিডোর বলা হয়। একে চিকেনস নেক-ও বলে।