ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ড. দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯) বাংলা সাহিত্যে একটি বিশিষ্ট নাম। তিনি লোকসংগীত থেকে শুরু করে লোকগীতিকাসহ বাংলা সাহিত্যের সমৃদ্ধ ভাত্তার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মানিকগঞ্জ জেলার ব্যাগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার কাজ ছিল গ্রামে গ্রামে ঘুরে বাংলার অতীত ঐতিহ্যকে সংরক্ষণ করা। তিনি ময়মনসিংহ অঞ্চলে ঘুরে ঘুরে বাংলা সাহিত্যের অন্যতম গীতিকা ‘মৈমনসিংহ’ গীতিকা উদ্ধার করেন।
ড. দীনেশচন্দ্র সেন বাংলা ভাষায় ৫৫টি এবং ইংরেজিতে ১২টি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন। তার অন্যতম সৃষ্টি ‘বঙ্গভাষা ও সাহিত্য’। এছাড়া তার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো হচ্ছে ‘রামায়ণী কথা, বেহুলা, বৈদিক ভারত এবং দুই খণ্ডে বৃহৎবঙ্গ। তার উল্লেখযোগ্য ইংরেজি রচনাগুলো হচ্ছে- History of Bengali Language and Literature (1911), Sati (1916), The Folk Literature of Bengal (1920), Bengali Prose Style; Eastern Bengal Ballads of Mymensingh খণ্ড ১৯২৩-১৯৩২। দীনেশচন্দ্র সেনের সাহিত্যকর্মের পাশাপাশি তার বৈষয়িক উন্নতিও ঘটে। তিনি ১৯০৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের রিডার পদে নিয়োগ লাভ করেন। ১৯২১ সালে ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করে। তিনি ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি এবং ১৯৩১ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।