ভূমিকাঃ এই বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানই হচ্ছে প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থার কাজ। সমাজের তিনটি মৌলিক সমস্যা কিভাবে সমাধান করা হয়, তার উপরই নির্ভর করে অর্থনৈতিক ব্যবস্থাটি কি ধরনের।
ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থাঃ (Capitalistic or Market Economic System) যে অর্থব্যবস্থায় প্রতিটি ব্যক্তি বা ফার্ম উৎপাদন, বন্টন ও ভােগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভােগ করে এবং বাজার ব্যবস্থা সরকারি হস্তক্ষেপমুক্ত থাকে, তাকে ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা বলে।
এ ধরনের বাজার ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি বা ফার্ম কোথায় বিনিয়ােগ করবে, কি উৎপাদন বা বিক্রয় করবে, কি দামে দ্রব্য বা সেবা বিনিময় করবে- এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্বাধীন থাকে।
অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য বা সেবার দাম বাজারে চাহিদা ও যােগান এর মাধ্যমে নির্ধারিত হয়। এখানে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। বর্তমানে পুরােপুরি ধনতান্ত্রিক বাজার অর্থব্যবস্থা না থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া প্রভৃতি দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রায় কাছাকাছি অর্থব্যবস্থা বিদ্যমান।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বন্টন ও দাম প্রক্রিয়া এবং উৎপাদনের উপায়সমূহ সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন। এখানে সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। বাজার নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে।