অথবা, আধুনিক যুগের সূচনা কিভাবে ঘটেছিল? তা তুলে ধর।
ভূমিকাঃ বিশ্বচরাচরের সবই চির পরিবর্তনশীলতার চক্রে সর্বদা নতুনের পদধ্বনিতে মুখরিত। রাষ্ট্র একটি গতিশীল সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যা মানুষের জীবনের সর্ববিধ বিষয়ে প্রত্যক্ষ বা পরােক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রাষ্ট্রের পরিবর্তনশীল প্রকৃতিতে রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তাধারা ও পরিবর্তন ঘটতে বাধ্য। চিন্তার ধারাবাহিকতায় এটি প্রাচীন যুগ ও মধ্যযুগের সেতু পেরিয়ে পদার্পণ করেছে আধুনিক যুগে।
আধুনিক যুগঃ ইংরেজি Modern শব্দটি বাংলায় আধুনিক। শব্দটি এসেছে Mode থেকে যার অর্থ প্রক্রিয়া বা পদ্ধতি। শব্দগত উৎপত্তি থেকে আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তাকেই বুঝায়। অর্থাৎ যে প্রক্রিয়া বা পদ্ধতি পূর্বের পদ্ধতি বা প্রক্রিয়া থেকে ভিন্ন তাই আধুনিক। আধুনিক রাষ্ট্রচিন্তার ইতিহাস একটি স্তর বা প্রক্রিয়া যার কতিপয় বৈশিষ্ট্য অন্যান্য যুগ থেকে একে পৃথক করেছে। মধ্যযুগীয় ধর্মীয় কর্তৃত্বপূর্ণ রাষ্ট্রীয় চিন্তাধারা ক্রমে প্রটেস্ট্যান্ট, রেনেসাঁ আন্দোলনের প্রভাবে ধর্মনিরপেক্ষ চিন্তাধারায় পরিবর্তিত হতে থাকে। রাষ্ট্রীয় সর্বাত্মকবাদকে পরিত্যাগ করে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও মানবিকতার ধারা মধ্যযুগকে তিরােহিত করে আধুনিক যুগের সূচনা করে। সুতরাং ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অর্থাৎ ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশাের রাজনৈতিক দর্শনকে আধুনিক যুগ বলা হয়।
আধুনিক রাষ্ট্রচিন্তার উন্মেষঃ আধুনিক যুগ কখন শুরু হয়েছে সে সম্পর্কে সঠিকভাবে বলা কঠিন। Barker তার ‘Political Theory’ গ্রন্থে বলেছেন, “Nobody knows exactly when the middle ages ended. And the new era began.” তবে আধুনিক যুগের বিকাশ শুরু হয় ত্রয়ােদশ শতক থেকে এবং পূর্ণতা লাভ করে ফরাসি বিপ্লবের মাধ্যমে।
মধ্যযুগের পরিসমাপ্তিঃ রাষ্ট্রচিন্তার ইতিহাসে কোন সময়কে মধ্যযুগ বলা হয় তা নিয়ে মতভেদ থাকলেও সাধারণভাবে ইউরােপীয় ইতিহাসে ষষ্ঠ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কে মধ্যযুগ বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে, রােমান সম্রাজ্যের পতনের অব্যবহিত পর থেকেই মধ্যযুগের সূচনা ঘটে। মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ধর্ম ও গির্জাকেন্দ্রিক। আধুনিক যুগের উদারতাবাদ ও যুক্তিবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সুতরাং মধ্যযুগের স্বতঃসিদ্ধ অবস্থানই আধুনিক যুগের উন্মেষের কারণ।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, মধ্যযুগের অনুর্বর চিন্তাধারা ও বৈদিক বিকাশকে দূরে ঠেলে দৃষ্টিভঙ্গি ও প্রতিষ্ঠানের পরিবর্তনের মধ্যদিয়ে আবির্ভাব ঘটে আধুনিক যুগের। এ পরিবর্তন একক কোন ঘটনা বা ব্যক্তির অবদান নয় বরং প্রভাব দশ শতাব্দির মানুষের যুক্তিবাদিতার ফলশ্রুতি। বলা যায় আধুনিক যুগ বিবর্তনের ফলশ্রুতি, বিপ্লবের নয়।