অথবা, রুশাের সাধারণ ইচ্ছা তত্ত্বটির বৈশিষ্ট্য আলােচনা কর।
ভূমিকাঃ ফরাসী বিপ্লবের অন্যতম নেতা জ্যাঁ জাক রুশোর অনবদ্য সৃষ্টি হচ্ছে তার সাধারণ ইচ্ছার তত্ত্ব। সাধারণ ইচ্ছা-ই সার্বভৌমত্বের প্রতীক। রুশাের মতে, সকলের সংখ্যাগরিষ্ঠ ইচ্ছা সাধারণ ইচ্ছা নয়। কারণ তিনি বলেছেন, সমষ্টিগত ইচ্ছার মধ্যে জনকল্যাণ নাও থাকতে পারে। তিনি কল্যাণ-অকল্যাণের ভিত্তিতে সাধারণ ইচ্ছাকে দুই ভাগে ভাগ করেছেন। যথা- সাধারণ ইচ্ছা এবং সংখ্যাগরিষ্ঠ ইচ্ছা। রুশাের মতে, সাধারণ ইচ্ছা অভ্রান্ত ও সঠিক।
সাধারণ ইচ্ছাতত্ত্বঃ নিচে সাধারণ ইচ্ছার আলােচনা করা হয়। রুশাের মতে, রাষ্ট্রিয় সংগঠন একটি নৈতিক সংস্থা। এর নিজস্ব একটি ইচ্ছা আছে, সে ইচ্ছা কোনাে ব্যক্তি বা অংশবিশেষের নয়। অথচ ব্যক্তির ইচ্ছা গণইচ্ছার মধ্যে প্রতিফলিত হয়। এটি কল্যাণকর ও সকলের স্বার্থ সংরক্ষণকারী ইচ্ছা। এ ইচ্ছা হলাে জনগণের ইচ্ছা, এটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। রুশাের মতে, সাধারণ ইচ্ছার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, “What is important about general will is that is wills general and not that it is willed by the generality.”
সাধারণ ইচ্ছার বৈশিষ্ট্যসমূহঃ সাধারণ ইচ্ছাকে রুশাে সার্বভৌম ক্ষমতার অধিকারী করে একে এক বিশিষ্ট আসনে অধিষ্ঠিত করেছেন। নিচে রুশাের সাধারণ ইচ্ছা তত্ত্বের বৈশিষ্ট্যগুলাে আলােচনা করা হলাে-
(১) অভ্রান্তঃ রুশাের সাধারণ ইচ্ছা অভ্রান্ত ও সঠিক। কারণ তিনি Actual will ও Real will এর যে উদ্দেশ্য বর্ণনা করেছেন তাতে সকলের সর্বাঙ্গীন কল্যাণের ইঙ্গিত পাওয়া যায়।
(২) অবিভাজ্যঃ সাধারণ ইচ্ছা সার্বভৌম ক্ষমতার ন্যায় অবিভাজ্য। কারণ ইচ্ছা বিভাজ্য হলে জনস্বার্থ রক্ষিত হয় না। সাধারণ ইচ্ছা ঐক্যের প্রতীক।
(৩) স্থায়ীঃ সাধারণ ইচ্ছা স্থায়ী, কারণ ইচ্ছা ইন্দ্রিয়পরায়ণ ও আবেগপ্রবণ নয়। সাধারণ ইচ্ছা মেধা ও যুক্তির প্রকাশ মাত্র।
(8) সার্বভৌমঃ সাধারণ ইচ্ছা সার্বভৌম। এর লক্ষ্য হলাে সমাজের সর্বাঙ্গীন মঙ্গল বিধান করা। সুতরাং গােটা রাষ্ট্রীয় ব্যবস্থা সাধারণ ইচ্ছা পরিচালনা করে এবং কেউ এর তদারকি করতে পারে না।
(৫) গণতান্ত্রিকঃ সাধারণ ইচ্ছা গণতান্ত্রিক, গণতন্ত্রে যেমন জনগণের স্বাধীন মতামতের প্রতিফলন ঘটে তেমনি সাধারণ ইচ্ছায় চিন্তার প্রতিফলন ঘটে।
পরিশেষঃ উপযুক্ত বৈশিষ্ট্যগুলাে থেকে বলা যায় যে, সাধারণ ইচ্ছা হলাে সমষ্টিগত চেতনা, জনকল্যাণমুখী মনােভাব এবং যৌথ অভিপ্রায়ের বাস্তবায়ন। সাধারণ ইচ্ছা হচ্ছে এমন একটি ইচ্ছা যার বাস্তবায়ন প্রতিটি মানুষের কাম্য।