উত্তরঃ দর্শনের যে শাখা সামাজিক ব্যক্তির কল্যাণের প্রকৃতি নিয়ে আলােচনা করে তার নাম নীতিদর্শন।
২। নন্দন তত্ত্ব কী নিয়ে আলােচনা করে?
উত্তরঃ নন্দনতত্ত্ব মানুষের সৌন্দর্যবােধ নিয়ে আলােচনা করে।
৩। দার্শনিক পদ্ধতিসমূহের মধ্যে সবচেয়ে পুরাতন কোনটি?
উত্তরঃ নির্বিচারবাদ।
৪। “দর্শন হচ্ছে ভাষার যৌক্তিক বিশ্লেষণ এবং শব্দ ও ধারণার অর্থ স্পষ্টকরণ”-এ সংজ্ঞাটি কার?
উত্তরঃ সংজ্ঞাটি তিতাসের।
৫। সাম্প্রতিককালের অধিকাংশ দার্শনিকের মতে দর্শনের কোন পদ্ধতি আসল পদ্ধতি?
উত্তরঃ বিশ্লেষণী পদ্ধতি।
৬। নির্বিচারবাদ কত প্রকার কী কী?
উত্তরঃ দুই প্রকার- (১) বুদ্ধিপ্রসূত নির্বিচারবাদ, (২) অভিজ্ঞতাপ্রসূত নির্বিচারবাদ।
৭। দর্শনের কাজকে মােটামুটি কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৩ ভাগে।
৮। দর্শন কত ধরনের কাজ করে?
উত্তরঃ ৩ ধরনের কাজ করে।
৯। দার্শনিক পদ্ধতি কত প্রকার?
উত্তরঃ ৬ প্রকার।
১০। বিজ্ঞানের খণ্ড-খণ্ড সিদ্ধান্তগুলােকে একত্রিত করে কোনটি?
উত্তরঃ দর্শন।
১১। ব্যুৎপত্তির দিক থেকে ধর্ম কী?
উত্তঃ ব্যুৎপত্তিগত দিক থেকে ধর্ম হলাে সেই ব্যবস্থা যা মানুষকে ধারণ বা পােষণ করে।
১২। দর্শন ও বিজ্ঞানের উদ্দেশ্য?
উত্তরঃ এক।
১৩। দর্শন ও বিজ্ঞান উভয়ই চায়-
উত্তরঃ সত্যের দ্বার উদ্ঘাটন করতে।
১৪। দর্শন ও ধর্মের সম্পর্ক কীরূপ?
উত্তরঃ অত্যন্ত নিবিড়।
১৫। দর্শন ও বিজ্ঞান পরস্পর-
উত্তরঃ নির্ভরশীল।
১৬। বিশ্লেষণী দর্শনের কয়টি ধাপ?
উত্তরঃ ৪টি ধাপ।
১৭। জাগতিক বস্তুর এবং সমস্ত বিশ্বজগতের তত্ত্ব জ্ঞান দেয়-
উত্তরঃ অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা।
১৮। ধর্মের মূল মন্ত্র কী?
উত্তরঃ এক বা একাধিক অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করা ।
১৯। সহজ বুদ্ধি বলতে আমরা কী বুঝি?
উত্তরঃ সহজ বুদ্ধি বলতে আমরা মােটামুটি কাণ্ডজ্ঞান বা কাজ চালানাের জ্ঞানকে বুঝি।
২০। ইতিহাসের দেয়া তথ্যগুলাের ব্যাখ্যা ও মূল্যায়ন করে-
উত্তরঃ দর্শন।
২১। কোনটিকে দার্শনিক জ্ঞানের প্রাথমিক পর্ব বলে অভিহিত করা হয়?
উত্তরঃ সহজবুদ্ধি বা কাণ্ডজ্ঞানকে।
২২। কাণ্ডজ্ঞান বা মৌলিক জ্ঞান কী?
উত্তরঃ যে মতবাদ সমষ্টি কোনাে মানবগােষ্ঠী বিশ্লেষণ ব্যতিরেকে গ্রহণ করে, তাকে কাণ্ডজ্ঞান বলে ।
২৩। দর্শন ও ধর্মের একটি পার্থক্য লিখ।
উত্তরঃ দর্শনের মূল ভিত্তি যুক্তি ও বিচার কিন্তু ধর্মের মূল ভিত্তি বিশ্বাস ও ভক্তি।
২৪। সংশয়বাদ কী?
উত্তরঃ যে মতবাদ তাত্ত্বিক জ্ঞানের সম্ভাবনায় সন্দেহ পােষণ করে থাকে তার নাম ‘সংশয়বাদ’।
২৫। প্রাচীন সংশয়বাদের প্রবক্তা কে কে?
উত্তরঃ প্রাচীন সংশয়বাদের প্রবক্তা বা দার্শনিকগণ হলেন জর্জিয়াস, প্রােটোগােরাস ও প্রাডিকাস।
২৬। প্রাচীন যুগের বুদ্ধিবাদী দার্শনিক কারা?
উত্তরঃ সক্রেটিস ও প্লেটো।
২৭। আধুনিক যুগের বুদ্ধিবাদী দার্শনিক কারা?
উত্তরঃ ডেকার্ট, স্পিনােজা, লাইবনিজ, ভলফ।
২৮। ডেকার্টকে কী সংশয়বাদী দার্শনিক বলা হয়?
উত্তরঃ চূড়ান্ত বিশ্লেষণে ডেকার্টকে সংশয়বাদী দার্শনিক বলা যায় না।
২৯। নির্বিচারবাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Dogmatism।
৩০। সংশয়বাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Skepticism।