১। জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Epistemology.
২। জ্ঞানবিদ্যার মৌলিক প্রশ্ন কয়টি?
উত্তরঃ ৩টি।
৩। নির্বিচারবাদ যে দু’ভাগে বিভক্ত হয়েছে সেগুলাের নাম কী?
উত্তরঃ অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ।
৪। সংশয়বাদ কত রকমের?
উত্তরঃ দু’রকমের।
৫। কর্তৃপক্ষীয় সূত্র থেকে জ্ঞান সংগ্রহ করার পদ্ধতির নাম কি?
উত্তরঃ প্রাধিকারবাদ।
৬। “মানুষই সবকিছুর মাপকাঠি”- উক্তিটি কার?
উত্তরঃ প্রােটাগােরাসের।
৭। জ্ঞান বুদ্ধি দিয়েই লাভ করা যায় কোন মতবাদের মূল বক্তব্য?
উত্তরঃ বুদ্ধিবাদ মতবাদের।
৮। আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্টের জন্ম সাল কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ ১৫৯৬ খ্রিস্টাব্দ।
৯। বুদ্ধিবাদী স্পিনােজা কোন ধারণার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন?
উত্তরঃ সহজাত ধারণার।
১০। স্পিনােজার জনা কত খিস্টাব্দে?
উত্তরঃ ১৬৩২ খ্রিস্টাব্দে।
১১। লাইবনিজের জন্ম ও মৃত্যু কত খ্রিস্টাব্দ?
উত্তরঃ লাইবনিজের জন্ম ও মৃত্যু যথাক্রমে ১৬৪৬ ও ১৭১৬ খ্রিস্টাব্দে।
১২। বুদ্ধি দিয়ে সমস্ত কিছুই ব্যাখ্যা করা যায়- কে বলেছেন?
উত্তরঃ ভলফ বলেছেন।
১৩। ব্রিটিশ দার্শনিক জন লকের জন্ম কত তারিখে?
উত্তরঃ ১৬৩২ খ্রিস্টাব্দে।
১৪। জ্ঞানের উৎপত্তি বিষয় মতবাদগুলাে কী কী?
উত্তরঃ ক. প্রাধিকারবাদ, খবুদ্ধিবাদ গ, অভিজ্ঞতাবাদ ঘ. বিচারবাদ এবং ঙ. স্বজ্ঞাবাদ।
১৫। “Theory of Knowledge” গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক রেনে ডেকার্ট-এর।
১৬। স্মিনােজার কোন ধরনের দার্শনিক ছিলেন?
উত্তরঃ বুদ্ধিবাদী দার্শনিক।
১৭। হেগেলের মতে জ্ঞানের আকার কয়টি?
উত্তরঃ ১৭টি।
১৮। জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Epistemology।
১৯। রূপবিদ্যার প্রতিষ্ঠাতা কোন দার্শনিক?
উত্তরঃ এভমান্ড হুর্সেল।
২০। প্রাধিকার শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Authoritarianism
২১। লাইবনিজের মতে নিশ্চিত সত্য পাওয়া যায় কীভাবে?
উত্তরঃ বুদ্ধির মাধ্যমে।
২২। লকের মতে গুণ কত প্রকার?
উত্তরঃ গুণ দুই প্রকার। (ক) মুখ্যগুণ (খ) গৌণগুণ।
২৩। প্রাচীনকালে বুদ্ধিবাদকে কী বলা হতাে?
উত্তরঃ প্রজ্ঞাবাদ।
২৪। অভিজ্ঞতাবাদ কী?
উত্তরঃ যে মতবাদ অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষণকে জ্ঞানের যথার্থ উৎস মনে করে, তাই অভিজ্ঞতাবাদ।
২৫। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কোন দার্শনিক?
উত্তরঃ বৃটিশ দার্শনিক জন লক।
২৬। অভিজ্ঞতাবাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Empiricism
২৭। প্রাচীন যুগের অভিজ্ঞতাবাদী দার্শনিক কে কে?
উত্তরঃ প্রােটাগােরাস, জর্জিয়াস, ডেমােক্রিটাস প্রমুখ।
২৮। আধুনিক যুগের অভিজ্ঞতাবাদী দার্শনিক কারা?
উত্তরঃ জন লক, বিশপ বার্কলে, ডেভিড হিউম প্রমুখ।
২৯। হিউমের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তরঃ ‘A Treatise of Human Nature.’
৩০। কান্টের মতবাদের নাম কী?
উত্তরঃ বিচারবাদ।
৩১। কান্টের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তরঃ Critique of pure Reason’।
৩২। কাষ্ট্রের মতে, বুদ্ধির চারটি ক্যাটেগরির নাম কী?
উত্তরঃ পরিমাণ, গুণ, সম্বন্ধ ও প্রকার।
৩৩। বার্কলির পুরাে নাম কী?
উত্তরঃ জর্জ বিশপ বার্কলি।
৩৪। কান্টের মতে জ্ঞানের উপাদান পাই কোথা থেকে?
উত্তরঃ অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে।
৩৫। কান্টের পুরাে নাম কী?
উত্তরঃ ইমানুয়েল কান্ট।
৩৬। জ্ঞানতাত্ত্বিক বিচারে কান্ট কী ধরনের দার্শনিক?
উত্তরঃ বিচারবাদী।
৩৭। বিচারবাদী দার্শনিক কে?
উত্তরঃ ইমানুয়েল কান্ট।
৩৮। জ্ঞানবিদ্যার সমন্বয়ী মতবাদ কোনটি?
উত্তরঃ বিচারবাদ।
৩৯। কান্টের মতে জ্ঞানের কতকগুলি ক্যাটেগরী?
উত্তরঃ ১২টি ক্যাটেগরি।
৪০। অজ্ঞান কী?
উত্তরঃ জ্ঞাতার সাথে জ্ঞেয়বস্তুর সম্পর্ককে জ্ঞান বলে।