অথবা, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।
ভূমিকাঃ বর্তমান পৃথিবীতে এমন কোন সভ্য দেশ নেই, যা রাজনৈতিক দল বিবর্জিত। তাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এর গুরুত্বকে অস্বীকার করা যায় না। আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রধান কেন্দ্রবিন্দু হলাে রাজনৈতিক দল। নাগরিকদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ সম্ভবপর নয় রাজনৈতিক দল ব্যতিত বস্তুতপক্ষে বর্তমানকালে যেকোনাে ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য রাজনৈতিক দল অত্যাবশ্যক।
রাজনৈতিক দলের ঐতিহাসিক পটভূমিঃ অতি প্রাচীনকালে রাজনৈতিক দলের প্রয়ােজনীয়তা অনুভূত হয়নি। প্রকৃত প্রস্তাবে রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের বিষয়টি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। তবে আধুনিক অর্থে রাজনৈতিক দলের সৃষ্টি হয় সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে। রাণী প্রথম এলিজাবেথের রাজত্বকালে Whig এবং Tory-এ দুটি দলের সৃষ্টি হয়। আর বর্তমানকালে দলব্যবস্থা তাে গণতন্ত্রের প্রাণস্বরূপ।
রাজনৈতিক দলঃ সাধারণভাবে রাজনৈতিক দল বলতে এমন এক গােষ্ঠীকে বুঝায়, যা মােটামুটিভাবে সুসংহত ও সুসংগঠিত, একটি রাজনৈতিক ইউনিট হিসেবে কাজ করে, ভােট প্রদান ক্ষমতার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করতে চায় এবং সাধারণ নীতিমালা প্রণয়ন ও প্রয়ােগ করে সরকারি ক্ষমতা অর্জনের জন্য অপরিহার্য। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞা নিম্নরূপঃ
অধ্যাপক বার্কারের মতে, “কোনাে একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে ও যৌথ চেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থের উন্নতিকল্পে ঐক্যবদ্ধ জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে।”
অধ্যাপক গেটেল বলেন, “রাজনৈতিক দল এমন কিছু সংখ্যক সুসংবদ্ধ জনসমষ্টি নিয়ে গঠিত হয়, যারা ভােটাধিকার প্রয়ােগের মাধ্যমে সরকার গঠন ও নিজেদের কর্মসূচিকে কার্যকর করতে প্রচেষ্টা চালায়।”
অধ্যাপক কার্ল জে ফ্রেডারিকের মতে, “রাজনৈতিক দল হলাে এমন একটি জনসমষ্টি, যারা স্থায়ীভাবে সংগঠিত এবং যার উদ্দেশ্য হলাে এর নেতৃবৃন্দকে সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত করা; সরকারি ক্ষমতা নিয়ন্ত্রণের মাধ্যমে দলের সদস্যদেরকে বস্তুগত সুবিধাদি প্রদান করা।”
পরিশেষঃ সর্বোপরি বলা যায় যে, রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সমষ্টি, যারা শাসনতান্ত্রিক পদ্ধতিতে কতিপয় আদর্শ বা নীতিকে সামনে রেখে সরকারের নীতি নির্ধারণ করার জন্য সংগঠিত হয়।