অথবা, সরকারের সংজ্ঞা দাও।
ভূমিকাঃ সরকার হলাে তেমনি একটি প্রতিষ্ঠান বা সংগঠন যার মাধ্যমে রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এবং ব্যক্তি তথা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে।
সরকারঃ রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান হলাে সরকার। সরকার ব্যতীত রাষ্ট্র সুশৃংখলভাবে পরিচালিত হতে পারে না। সাধারণ অর্থে সরকার হলাে কতিপয় ব্যক্তির সমষ্টি, যাকে আমরা পরিচালকমণ্ডলী বলতে পারি। এই পরিচালকমণ্ডলীর মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণের আশা-আকাক্ষার বাস্তবায়ন ঘটে। সংকীর্ণ অর্থে রাষ্ট্রের আইন, শাসন ও বিচারবিভাগীয় কাজে নিয়ােজিত ব্যক্তিসমষ্টিকে সরকার বলে।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন মনীষী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সরকারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন নিম্নে তাদের মতামত তুলে ধরা হলাে-
রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল (Aristotle) -এর মতে, সরকার হলাে রাষ্ট্রের সর্বত্র অবস্থিত সার্বভৌমত্ব এবং বস্তুত সংবিধানই হলাে সরকার।
অধ্যাপক আর্নেস্ট বার্কার (Ernest Barker) -এর ভাষায়, “A Government is a body of people exercising bestowed powers for peoples interest.” অর্থাৎ জনগণের স্বার্থে জনগণের অর্পিত ক্ষমতা প্রয়ােগকারী সংঘকে সরকার বলে।
অধ্যাপক জে. ডব্লিউ গার্নার (J.w. Garner) -এর মতে, সরকার হলাে একটি কার্যনির্বাহী মাধ্যম, যার দ্বারা সরকারের সাধারণ নীতি নির্ধারিত হয় এবং যার দ্বারা সাধারণ কাজকর্ম নিয়ন্ত্রিত ও সাধারণ স্বার্থ সাধিত হয়।
অধ্যাপক লাস্কি তার A Grammar of Politics গ্রন্থে বলেন, রাষ্ট্র ব্যবস্থায় কতিপয় ব্যক্তি মনােনীত বা নির্বাচিত হয়ে জনগণের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করার নামই সরকার।
অধ্যাপক ফাইনার (Finer)- তার The Theory and Practice of Moderm Govt. নামক গ্রন্থে বলেন, সরকার হলাে মানবিক সমবায়ের কাঠামােগুলাে একীভূত সংগঠন, ভ্রাতৃত্বের বন্টনমূলক এবং বিন্যাসগত ধরণ ও তাদের কার্যসিদ্ধ প্রণালী।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সরকার হলাে কতিপয় ব্যক্তির সমষ্টি, যারা মনােনীত কিংবা নির্বাচিত হয়ে থাকেন। এবং ঐ ব্যক্তিসমষ্টি দ্বারাই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটে।