প্রশ্নঃ সাংস্কৃতিক নৃবিজ্ঞানের Specialized Subject-Area আলােচনা কর।
অথবা, সাংস্কৃতিক নৃবিজ্ঞানের Specialized Subject-Area বর্ণনা কর।
ভূমিকাঃ নৃবিজ্ঞানকে প্রধানত দু’টি শাখায় বিভক্ত করা হয়েছে- দৈহিক নৃবিজ্ঞান ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান। সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলাে সামাজিক মানুষের সংস্কৃতি। মানুষের আচার-আচরণ, রীতি নীতি, চাল-চলুন, প্রথা-বিশ্বাস, ভাষা-সাহিত্য প্রভৃতিকে ঘিরেই সাংস্কৃতিক নৃবিজ্ঞান গড়ে উঠেছে।
সাংস্কৃতিক নৃবিজ্ঞানের Specialized Subject-Area: সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংখ্যা কত এ সম্পর্কে নৃবিজ্ঞানীদের মধ্যে বিতর্ক উঠতে পারে। বস্তুত সাংস্কৃতিক নৃবিজ্ঞানের ব্যাপক বিষয়বস্তুর একেকটা দিক সম্পর্কে একেকটি Specialized Subject-Area হতে পারে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানের Specialized Subject-Area এর কয়েকটি নাম উল্লেখ করা যেতে পারে।
(i) সমাজ-নৃবিজ্ঞান (Social Anthropology): সমাজ নৃবিজ্ঞান হচ্ছে সমাজ তথা সমাজকাঠামাের তুলনামূলক অধ্যয়ন।
(ii) অর্থনৈতিক নৃবিজ্ঞান (Economic Anthropology): অর্থনৈতিক নৃবিজ্ঞানসমূহ আহরণ, উৎপাদন, বন্টন, বিনিময়, ভােগ, সঞ্চয় এবং লগ্নি সম্পর্কে আলােচনা করে।
(iii) রাজনৈতিক নৃবিজ্ঞান (Political Anthropology): রাজনৈতিক নৃবিজ্ঞান সমাজভেদে রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক ব্যবস্থা, ক্ষমতার কাঠামাে এবং বণ্টন ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে আলােচনা করে। এটি রাষ্ট্রহীন আদিম সমাজের রাজনৈতিক রূপ-প্রকৃতি এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিশেষ কৌতূহল দেখায়।
(iv) প্রতীকী নৃবিজ্ঞান (Symbolic Anthropology): প্রতীকী নৃবিজ্ঞানীরা কোন বিশেষ সমাজে প্রতীক এবং ধ্যান-ধারণার উৎপত্তি এবং সমাজের প্রেক্ষাপটে সে সবের অর্থ ব্যাখ্যা করেন। প্রতিটি সমাজেই কিছু প্রতীক বা ধ্যান-ধারণার অস্তিত্ব দেখা যায়, যার গভীর তাৎপর্য আছে। যেমন খ্রিস্টানদের কাছে ক্রস (+) চিহ্ন খুবই তাৎপর্যপূর্ণ।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, মানুষের জীবনের মতই সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। আধুনিককালে সাংস্কৃতিক নৃবিজ্ঞান দৃষ্টিভঙ্গির প্রসারতায় আধুনিক সমাজের মানুষের সংস্কৃতি সম্পর্কে অধ্যয়ন করার ফলে এর পরিধি আরাে বিস্তত হয়েছে।