অথবা, ছায়া সরকার বলতে কী বুঝ?
অথবা, ছায়া সরকার কাকে বলে?
ভূমিকাঃ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় ছায়া সরকার কথাটি ব্যবহৃত হয়। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে সরকারের যে মন্ত্রিপরিষদ থাকে তাদের বিভিন্ন কার্যক্রমকে মনিটরিং করে বিরােধী দল। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ছায়া সরকার সরকারের বিভিন্ন দোষত্রুটি খুঁজে বের করে সরকারকে সংশােধনের সুযােগ করে দেয়। নিম্নে ছায়া সরকার কি তা:আলােচনা করা হলাে-
ছায়া সরকারঃ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় ছায়া সরকার (Shadow government) গঠিত হয়। নির্বাচনে পরাজিত দল তাদের দলীয় নেতাদের নিয়ে অনেক সময় ছায়া সরকার গঠন করেন। এর উদ্দেশ্য হলাে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সুযােগ সৃষ্টি হলে দ্রুততম সময়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করা যায়। কেননা সংসদীয় সরকার অস্থিতিশীল। যে কোন সময় আইনসভার ভােটাভােটিতে সরকার পতন হলে বিরােধী দল বিকল্প সরকার গঠন করে। ইংল্যান্ডে বিরােধীদলীয় ছায়া মন্ত্রিসভা রয়েছে।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে কার্যকর করতে হলে অবশ্যই ছায়া সরকার থাকা প্রয়ােজন। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ছায়া সরকারের গুরুত্ব অপরিসীম।