১.২৩ হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ সংক্রান্ত ব্যবহারিক সমস্যা
Practical Problems Relating to the Analysis of the Effect of Transaction on Accounting Equation
ভূমিকাঃ আমরা পূর্বর্তী পাঠে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। তবে পরবর্তী পাঠ অধ্যয়নের পূর্বে হিসাব সমীকরণের ওপর সেবামূলক ও পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংঘটিত লেনদেনের প্রভাব বিশ্লেষণ করব।
গাণিতিক উদাহরণ ১ঃ মি. রায়হান জানুয়ারি ৩১, ২০১৮ তারিখে রায়হান ল’ হাউস নামে একটি আইন পেশার অফিস চালু করেন। প্রথম মাসের লেনদেনগুলাে নিম্নরুপঃ
জানুয়ারি ১ আইন পেশায় ৫০,০০০ টাকা বিনিয়ােগ করা হলাে।
জানুয়ারি ২ জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশােধ করা হলাে ৩,০০০ টাকা।
জানুয়ারি ৭ ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলাে ১৫,০০০ টাকা।
জানুয়ারি ১০ মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলাে ৬,০০০ টাকা।
জানুয়ারি ১৫ অফিস কর্মচারীর বেতন পরিশােধ ২,০০০ টাকা।
জানুয়ারি ২০ ব্যাংক থেকে ঋণ নেয়া হলাে ২০,০০০ টাকা।
জানুয়ারি ২৪ মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলাে ৭,০০০ টাকা।
জানুয়ারি ২৯ বাকিতে ক্রীত যন্ত্রপাতির মূল্য পরিশােধ ১০,০০০ টাকা।
হিসাব সমীকরণে মি. রায়হানের ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলাের প্রভাব বিবরণী ছকের মাধ্যমে বিশ্লেষণ কর।
সমাধান:
“রায়হান ল’ হাউস”
বিবরণী ছক (হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিশ্লেষণ)
২০১৮ সালের জানুয়ারি মাসের জন্য
গাণিতিক উদাহরণ-২ঃ মিস আয়েশা বেগম ২০১৮ সালের ১ জুলাই তারিখে ‘মেসার্স আয়েশা ট্রেডার্স’ নামক একটি পাইকারি ব্যবসায় আরম্ভ করেন। উক্ত ব্যবসায়ে জুলাই মাস ব্যাপী সংঘটিত লেনদেনগুলাে নিম্নরূপ-
জুলাই ০১ আয়েশা বেগম ব্যবসায়ে ৩০,০০০ টাকা বিনিয়ােগ করেন।
জুলাই ০৫ ১৫,০০০ টাকার পণ্য ক্রয়, নগদে ৮,০০০ টাকা প্রদান করা হলাে এবং অবশিষ্ট টাকা বকেয়া রয়েছে।
জুলাই ০৭ বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে ৩,০০০ টাকা।
জুলাই ১২ মালিক তার ব্যক্তিগত প্রয়ােজনে ৪০০ টাকা নগদ উত্তোলন করেন।
জুলাই ১৯ ৭০০ টাকার সাপ্লাইজ ক্রয় যার মূল্য পরিশােধ করা হয় নি।
জুলাই ২২ ৭ তারিখের লেনদেনের পূর্ণ পাওনা পাওয়া গেল।
জুলাই ২৭ কর্মচারীদের বেতন পরিশােধ করা হলাে ১,২০০ টাকা।
হিসাব সমীকরণের ওপর উপযুক্ত লেনদেনগুলাের প্রভাব বিবরণী ছকের মাধ্যমে দেখাও।
সমাধান:
“মেসার্স আয়েশা ট্রেডার্স”
বিবরণী ছক (হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিশ্লেষণ)
২০১৮ সালের জুলাই মাসের জন্য