ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইড এর নাম সংকেত, জারণ অবস্থা, রাসায়নিক প্রকৃতি ও বর্ণ নিম্নরূপঃ
১. ম্যাঙ্গানাস অক্সাইড বা ম্যাঙ্গানাস(II) অক্সাইড।
এর সংকেত MnO.
যৌগটিতে ম্যাঙ্গানিজ এর জারণ অবস্থা +2.
ম্যাঙ্গানাস অক্সাইড একটি শক্তিশালী ক্ষারীয় অক্সাইড।
এর বর্ণ হালকা গোলাপি।
২. ম্যাঙ্গানিজ অক্সাইড বা ম্যাঙ্গানিজ (III) অক্সাইড।
এর সংকেত Mn₂O₃.
যৌগটিতে ম্যাঙ্গানিজ এর জারণ অবস্থা +3.
ম্যাঙ্গানিজ অক্সাইড একটি মৃদু ক্ষারীয় অক্সাইড।
এর বর্ণ গোলাপি।
৩. ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড বা ম্যাঙ্গানিজ (IV) অক্সাইড।
এর সংকেত MnO₂.
যৌগটিতে ম্যাঙ্গানিজ এর জারণ অবস্থা +4.
ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড একটি উভধর্মী অক্সাইড।
এর বর্ণ বাদামী।
৪. ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড বা ম্যাঙ্গানিজ (VI) অক্সাইড।
এর সংকেত MnO₃.
জারণ অবস্থা +6.
এটি একটি অম্লধর্মী অক্সাইড। যৌগটির বর্ণ সবুজ।
৫. ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড বা ম্যাঙ্গানিজ (VII) অক্সাইড।
এর সংকেত Mn₂O₇ .
জারণ অবস্থা +7.
এটি অতি অম্লধর্মী অক্সাইড।
যৌগটির বর্ণ গাঢ় বেগুনি।