চুন বা কুইক লাইম ধাতুর অক্সাইড হওয়ায় এটি ক্ষারীয়।
এর সংকেত CaO.
ব্যবহারঃ
১. কাঁচ শিল্পে কাঁচ তৈরিতে।
২. চিনি শিল্পে বিশোধনে ব্যবহার করা হয়।
৩. চামড়া শিল্পে চামড়া থেকে পশুর লোম অপসারণ করতে চুন ব্যবহার করা হয়।
৪. সোডালাইম প্রস্তুতিতে।
৫. ক্যালসিয়াম কার্বাইড প্রস্তুত করতে চুন ব্যবহার করা হয়।
৬. নিরুদক রূপে অনার্দ্র গ্যাস শুষ্ককরণে।
৭. ধাতু নিষ্কাশনে বিগালক রূপে।
৮. কলিচুন উৎপাদনে ব্যবহার করা হয়।