যেসব রাসায়নিক পদার্থ পরিবেশ তথা মাটি ও পানিকে দূষিত করে সেগুলো নিম্নরূপঃ
বিভিন্ন কীটনাশক, তেল, ফরমালিন, ক্লোরোফরম, অ্যাসিটিলিন, খনিজ এসিড, বিভিন্ন ভারী ধাতু (যেমনঃ লেড, মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক, জিংক ইত্যাদি), তরল ও গ্যাসীয় NH₃ ; H₂S ; NO₂ ; SO₂ ; Cl₂ ; COCl₂ ; CO₂ ; H₂O₂ ইত্যাদি ।