ভরের নিত্যতা সূত্র পদার্থের অবিনাশিতা সূত্র নামে পরিচিত। সূত্রটি ফরাসি বিজ্ঞানী ল্যাভয়সিয়ে আবিষ্কার করেন। এ সূত্র হলো-
১. পদার্থকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করাও যায় না, তাকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র।
২. যে কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের মোট ভর বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভরের সমান হয়।
উদাহরণঃ যদি কোন রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক A ও B অংশগ্রহন করে। যাদের ভর যথাক্রমে m ও nগ্রাম হয় এবং তাদের মধ্যে বিক্রিয়ার ফলে পদার্থ C ও D উৎপন্ন হয়, যাদের ভর যথাক্রমে x ও y গ্রাম হয়। তবে উপরোক্ত সূত্র অনুযায়ী m+n = x+y হবে।