যেসব ধর্ম প্রকাশের ক্ষেত্রে পদার্থের আণবিক গঠনের কোন পরিবর্তন ঘটে না। সে সব ধর্মকে পদার্থের ভৌত ধর্ম বলে।
পদার্থের বর্ণ, গন্ধ, স্বাদ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব ইত্যাদি ভৌত ধর্ম।
তবে তাপমাত্রা পরিবর্তনের সাথে পদার্থের ভৌত অবস্থা কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পরিবর্তন ঘটে।